মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বর্ণাঢ্য আর আনন্দে কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চোখ ধাধানো আয়োজন

বর্ণাঢ্য আর আনন্দের মুখরে উদ্বেলিত হয়ে কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপদযাপন উপলক্ষ্যে নানান আয়োজনে শরীক হয়েছে শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ জনগণ। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় ওই সকল আয়োজনের মাঝে। পুরষ্কার বিতরণের পাশাপাশি মাঠস্থ হয় শিক্ষার্থী ও স্কাউটস’র ডিসপ্লে ও খন্ড নাটিকা। যেন অনেকটা চোখ ধাধানো আয়োজন।
২৬ মার্চ সোমবার থেকে শুরু হয়ে প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, কলেজ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কয়েকদিন ব্যাপী দিনভর ওই আয়োজন দেখা যাচ্ছে। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবসকে বরণ করে নেয়।

উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা বিএসএইচ হাইস্কুলে ২৭মার্চ মঙ্গলবার দিনভর ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে স্কাউটস’র বর্ণাঢ্য ডিসপ্লে’র আয়োজন করা হয়।
হাইস্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আব্দুল গফফার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, উপজেলা স্কাউটস’র কমিশনার ইউনুস আলী, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, উপজেলা মহিলা আ.লীগের আহবায়ক প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রত্না, শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার, শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকসহ স্থানীয়রা অনুষ্ঠান উপভোগ করেন।

এদিকে, উপজেলার চন্দনপুর হাইস্কুল চত্বরে মঙ্গলবার দিনভর ক্রীড়া প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটিকা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সভাপতি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুুর সভাপতিত্বে কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, প্রধান শিক্ষক আনছার আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিকেলে মাঠস্থ হওয়া মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটিকায় যুদ্ধের আগে-পরের ঐতিহাসিক চিত্রগুলো ফুটিয়ে তোলা হয়। বিপুল সংখ্যক দর্শক সমাগম লক্ষ্য করা যায় সেসময়।
এর আগে সোমবার দিনভর ও সন্ধ্যার পর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম জাহিদুল আলমের নেতৃত্বে চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

হঠাৎগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়
২৬ মার্চ যথাযোগ্য মর্যাদায় হঠাৎগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়।
স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষক হাসানুজ্জামান মুক্তিযোদ্ধাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি মারুফ হোসেন।

কাজিরহাট বেগম রোকেয়া এডাস স্কুল
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উপজেলার কাজিরহাট বেগম রোকেয়া এডাস স্কুলে দুইদিন ব্যাপী অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সাতক্ষীরা জেলা জর্জ কোট আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আশরাফুল আলম বাবু।
বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আমির আলী, কলারোয়া উপজেলা মানবাধিকার উন্নয়ন কমিশনের সভাপতি সাংবাদিক সরদার জিল্লুর রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক কবির উদ্দিন বিশ্বাস।

জয়নগরে মহান স্বাদীনতা দিবসে বিদায় অনুষ্ঠান !
উপজেলার জয়নগর ইউনিয়নে অবস্থিত বেগম খালেদা জিয়া কলেজে এবার স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত হলো আসন্ন এইচএইসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।
মহান স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠান না করে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান করায় এলাকার সুশীল সমাজ ক্ষোভ প্রকাশ করেছেন।
জয়নগর ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল-মাসুদ অভিযোগ করে জানান- বেগম খালেদা জিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ নিজের ইচ্ছায় মহান স্বাধীনতা দিবসে আলোচনা না করে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান করে বিদায় জানিয়েছেন। যেটা ধৃষ্টতা ছাড়া কিছুই না।
তবে এবিষয় বেগম খালেদা জিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক জানান, আমরা প্রতিবার শীতকালে কলেজে বড় অনুষ্ঠান করে থাকি। তাই এবার ঘরোয়া পরিবেশে অনুষ্ঠান করা হলো। আগামী শীত মৌসুমে কলেজে বড় অনুষ্ঠান করা হবে।
অন্যদিকে উপজেলার জয়নগর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ছাড়া মাধ্যমিক স্তরের মাদরাসাসহ কোন শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে মহান স্বধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠান হয়নি।
ফলে এলাকার সুশীল সমাজ জয়নগর ইউনিয়নের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন।

কেএমআইএস কলেজ
কলারোয়ার একেবারে পার্শ্ববর্তী শাকদহ-বাকুড়ার কেএমআইএস মডেল কলেজে অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যক্ষ খান মো.সাব্বিরুল ইসলাম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক খাঁন মো.মিজানুল ইসলাম সেলিম, কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসলামুল হোসেন আসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনাবাড়িয়া হাইস্কুল
সোনাবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএনও মনিরা পারভীন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, স্কুলের সভাপতি জিএম মিজানুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কাদপুর প্রাইমারি স্কুল
কলারোয়ার সীমান্তবর্তী কাদপুর সরকারি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আতাউর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রথান শিক্ষক হাসান আবু তাহের। অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন প্রভাষক তৌহিদুর রহমান, শিক্ষক রফিকুল ইসলাম, আকতারুজ্জামান, আলি হোসেন, মন্টু হোসেন, অভিভাবক আইনাল হক, গোলাম কুদ্দুস, আমিনুর রহমান প্রমুখ। পুরস্কার বিতরণ শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়াও পৌরসদরসহ উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুরূপভাবে নানান আয়োজনে গা’ ভাসান শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকসহ স্থানীয়রা।

 

 

[ শিক্ষক দীপক শেঠ, কামরুল হাসান, আব্দুর রহমান, এমএ মাসুদ রানা, সরদার জিল্লুর ও শেখ শাহিনের সহায়তায় প্রতিবেদনটি উপস্থাপিত হয়েছে। ]

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা