মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের গ্রামে আগুন দিয়েছে সেনাবাহিনী

রোহিঙ্গা মুসলমানদের দেশছাড়া করতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবেই তাদের গ্রামগুলো জ্বালিয়ে দিচ্ছে। স্যাটেলাইট থেকে তোলা রাখাইন রাজ্যের বেশ কিছু ছবি বিশ্লেষণ করে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।

স্যাটেলাইটে তোলা ছবি, স্যাটেলাইটে আগুন সনাক্ত করতে পারে এমন প্রযুক্তি ব্যবহার করে এবং ওই অঞ্চল থেকে পাওয়া ছবি ও মানুষের বক্তব্য বিশ্লেষণ করে অ্যামনেস্টি জানিয়েছে, রাখাইনে গত তিন সপ্তাহে ৮০টিরও বেশি স্থানে বিশাল এলাকা পুড়িয়ে দেওয়া হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী এবং আইন নিজের হাতে তুলে নিয়েছে এমন সংঘবদ্ধ দলগুলো একসাথে মিলে এই কাজ করছে । গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়ে তারা পলায়নপর মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ক্রাইসিস রেসপন্স বিভাগের পরিচালক তিরানা হাসান বলেছেন, ‘এটা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে যে রাখাইন রাজ্যের উত্তরাংশে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের দেশছাড়া করতে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে।’

রাথিডং শহরের প্যান কিয়াং গ্রাম থেকে আসা এক প্রত্যক্ষদর্শী গত ৪ সেপ্টেম্বর ভোরে সেনারা এসে কীভাবে গ্রামে অগ্নিসংযোগ করেছিল তার বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, তার গ্রাম প্রশাসককে বলেছিল ভালো চাইলে সকাল ১০টার মধ্যে গ্রাম ছেড়ে যাও। এরপরই সবকিছুতে অগ্নিসংযোগ করা হয়।

ওই প্রত্যক্ষদর্শী জানান, তার পরিবারের সদস্যরা জিনিসপত্র গোছগাছ করছিল। এসময় তিনি দেখতে পান একটি আগুনের গোলা এসে তার বাড়িটিকে গ্রাস করে ফেলে। এরপরই তারা আতঙ্কে পালিয়ে আসেন। যে সব গ্রামবাসী ধানক্ষেতে লুকিয়ে ছিল তারা সেনা সদস্যদের রকেট লাঞ্চার ব্যবহার করে অগ্নিসংযোগ করতে দেখেছে।

অ্যামনেস্টি জানিয়েছে, অগ্নিসংযোগ ও সম্পত্তি ধ্বংসের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। কারণ বর্ষকালে আকাশে মেঘের কারণে সব স্থানের অগ্নিসংযোগের ছবি স্যাটেলাইট থেকে নেওয়া সম্ভব হয়নি।

গত ২৪ আগস্ট রাখাইনে নিরাপত্তা বাহিনীর চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীরা হামলা চালায়। এরপরই মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা দমন-নিধন অভিযানে নামে। প্রানে বাঁচতে গত তিন সপ্তাহে ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী