রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

নেইমারদের নিয়ে কী ভাবছে ব্রাজিলের সাধারণ মানুষ

হেক্সা জয়ের মিশন নিয়ে রাশিয়ায় যাওয়া দল প্রথম ম্যাচে শক্তিশালী সুইসদের সঙ্গে ড্র করলেও মনোবল হারায়নি ব্রাজিলের স্থানীয় অধিবাসীরা। ব্রাজিলের সাও পাওলো, ইসপিরিত সান্তোষ ও পারানা ঘুরে কয়েকজন ব্রাজিল নাগরিকের সঙ্গে কথা বললে তারা এ মনোভাবই জানান। দেশের খেলোয়াড়দের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তাদের।

সাও পাওলোতে শখের বশে ব্রাজিলের পতাকা ও বিশ্বকাপ সামগ্রী বিক্রি করেন ফাবিও (৬৫)। ষষ্ঠবারের মতো তার দেশ বিশ্বকাপ জিতবে এই আশায় সাও পাওলোর রাস্তায় ব্রাজিলের পতাকা হাতে গলি গলি ফেরি করে ফিরছেন প্রিয় পতাকা। পতাকা খুব একটা বিক্রি না হলেও ৪/৫টা যা বিক্রি হয়, তাতেই খুশী তিনি।

ফাবিও মনে করেন, রাশিয়ার আবহাওয়া ব্রাজিলের একমাত্র সমস্যা। সেই শীত প্রধান আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগলেও ঘুরে দাড়াবে ব্রাজিল। প্রিয় নেইমার যথাসময়ে জ্বলে উঠবেন বলে আশাবাদী ফাবিও। নেইমারের হাতেই উঠবে বিশ্বকাপ শিরোপা।

ইসপিরিত সান্তোষের রাস্তায় টহলরত ড্যানিয়েল ও জেরি নামের দুই পুলিশ সদস্যও আত্মবিশ্বাসী তাদের দলের প্রতি। পেশাগত দায়িত্ব পালনের মাঝেই দলেও প্রতিটি খেলা দেখার আশা করছেন তারা। এছাড়াও প্রায় সব খেলার খবর রাখছেন। প্রিয় খেলোয়াড় নেইমার ইনজুরি কাটিয়ে ধীরে ধীরে ফর্মে ফেরায় আশাবাদী তারা।

বিশ্বকাপ চলাকালীন সময়ে ব্রাজিলের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক স্বাভাবিক থাকায় স্বস্তিও জানান ওই দুই পুলিশ সদস্য।

তৈরি পোশাক ব্যবসায়ী ব্রাজিলিয়ান তরুণী ক্লারা, থাকেন পারানা রাজ্যের কুরিচিবা শহরে। নিজ দেশ ব্রাজিলের সমর্থক হলেও পর্তুগালের সুপারস্টার রোনালদো ভক্ত তিনি। ব্রাজিলের বিশ্বকাপ জয়ের বিষয়ে পূর্ণ আশাবাদ থাকলেও পর্তুগালের খেলাতেও নজর রাখছেন এই তরুণী।

ক্লারার ধারণা, ব্রাজিল সব বাঁধা কাটিয়ে বিশ্বকাপ জয় করে দেশে ফিরবে। প্রতিটি দেশের খেলোয়াড়ই আলাদা করে নেইমারের উপরে নজর রাখায় সে বেশি একটা সুবিধা করতে পারছে বলে জানান তিনি। তবে ঠিক সময়ে দেশের জন্য ভালো খেলবে নেইমার।

রিও ডি জানেইরোর বিভিন্ন সুপার মার্কেট সেজেছে হলুদ-সবুজ পতাকায়। বিভিন্ন পণ্যের মোড়কে বিশ্বকাপের ছোঁয়া আর নানা অফার।

বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশে যেমন গাছে-ছাদে ব্রাজিলের পতাকা দেখা যায়, ব্রাজিলে ঠিক সেভাবে দেখা না গেলেও গলিতে মহল্লায় ও বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রে হলুদ-সবুজের ছোয়া দেখা যায়। নিজ দেশের জার্সি গায়ে রাস্তায় হেঁটে যেতে দেখা যায় ব্রাজিলিয়ানদের।

শুধু বিশ্বকাপ না সারাবছর ধরেই ব্রাজিলের যে ফুটবল উন্মাদনা তা বিশ্বকাপের সময় আরও বেড়ে যায়। স্বাভাবিক ভাবেই তারা নিজ দেশের সমর্থনে ব্রাজিলে বিভিন্ন পাব-বার, থিয়েটার হল ও খোলা জায়গার বড় পর্দায় দলের খেলা দেখে। দল জিতলে একসঙ্গে আনন্দ করে আর খারাপ খেললেও একে অন্যকে জড়িয়ে ধরে সমবেদনা জানায়। ফুটবল ধর্মের অনুসারি এই ব্রাজিলিয়ানদের এবারের বিশ্বকাপ প্রত্যাশা কতটুকু বাস্তবে রূপ নেয়, তা দেখতে অপেক্ষা করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!