বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

‘নিজেই নিজের শত্রুতা করলে অন্য কেউ আসবে না দলকে বাঁচাতে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগ নিজেই নিজের শত্রুতা করলে কেউই দলকে বাঁচাতে আসবে না।

অন্যদিকে আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউই আমাদের উন্নয়ন অভিযাত্রাকে থামাতে পারবে না।

ওবায়দুল কাদের শনিবার বন্দর নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদান কালে এ কথা বলেন।

জেলার বাঁশখালী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা যে শক্তি দেখিয়েছে তাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করার মতো কোন শক্তি নেই।

আগামী দেড় বছর পর যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সে নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য সকল অভ্যন্তরীণ বিরোধ ও গ্রপিং ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি তিনি আহবান জানান।

দেশের মানুষকে খুশি করা আওয়ামী লীগের বর্তমান প্রধান লক্ষ্য উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের কেউ কারো সাথে কোন অসদাচারণ করে থাকলে তার কাছে গিয়ে ক্ষমা চান। কারণ প্রকৃত আওয়ামী লীগের নেতা-কর্মীদের জন্য মানুষের কাছে ক্ষমা চাওয়ার মধ্যে লজ্জার কিছু নেই। দলীয় কতিপয় লোকের খারাপ কাজের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন ও দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড ম্লান হতে পারে না।

বিএনপিকে একটি ইস্যুভিত্তিক দল হিসেবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বর্তমানে ভারত বিরোধীতাকে পুঁজি করে রাজনীতি করার চেষ্টা করছে এবং অতীতেও তারা এ ধরনের বহু ইস্যু তৈরি করেছে। কিন্তু দেশের মানুষ তাদের কোন ইস্যুকেই মেনে নেয়নি।

দেশের জাতীয় স্বার্থ ক্ষতি হয় ভারতের সাথে এমন কোন চুক্তি কখনো আওয়ামী লীগ করেনি এবং করবে না উল্লেখ করে কাদের বলেন, ‘আমাদের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা যদি তাদের সাথে কোন চুক্তি বা সমঝোতা করি তাহলে দেশের স্বার্থেই তা করা হবে। ’

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, ভারতে নরেন্দ্র মোদী জয়লাভ করার পর বিএনপি নেতারা মিষ্টি নিয়ে ঢাকাস্থ ভারতীয় দূতাবাসে গিয়েছিলেন এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনেও হিলারী ক্লিনটন জয়লাভ করবে ভেবে তারা সেদেশের দূতাবাসেও মিষ্টি নিয়ে গিয়েছিল। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নতুন নতুন ইস্যু তৈরি করার চেষ্টা করছে। কিন্তু তাদের সে চেষ্টাও ব্যর্থ হবে।

কওমী মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার কোন ইসলামী দলের সাথে কোন চুক্তিতে যায়নি। মাদ্রাসার ছাত্রদের দেশের মানুষের মুল স্রোতের সাথে নিয়ে এসেছে মাত্র। তিনি বলেন, ‘আমরা কোন ইসলামী দলের সাথে কোন চুক্তি করিনি, তাদের সনদের স্বীকৃতি দিয়ে তাদের মুল স্রোতের সাথে নিয়ে এসেছি। ’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপি আগামী নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচন কমিশন (ইসি)তে নিবন্ধন বাতিলের ঝুঁকি কখনো নেবে না। ‘সংবিধান এবং নির্বাচন কারো জন্য বসে থাকবে না। গত নির্বাচনও যেমন কারো জন্য থেমে থাকেনি তেমনি আগামী নির্বাচনও কারো জন্য বসে থাকবে না। ’

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন ও নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।

সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী