সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সমাবেশ

‘দেশের উন্নয়নের প্রাণশক্তি শ্রমিকরাই’ : উপজেলা চেয়ারম্যান

কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন বলেছেন- ‘শ্রমিকদের অধিকার আদায়ে নয় বরং অধিকার রক্ষায় মুল চ্যালেঞ্জ। সকল শ্রেণির শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নিবেদিত।’

১৩২তম মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষ্যে কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন- ‘শেখ হাসিনার নেতৃত্বে সরকার শ্রমিকদের কল্যানে কাজ করে যাচ্ছে, শ্রমিকরা মূল্যায়িত হচ্ছেন। দেশে আজ কাজের অভাব নেই, শ্রমিকদের কল্যাণে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশের সার্বিক উন্নয়নের প্রাণশক্তি হলো সাধারণ শ্রমিকরাই।’

কলারোয়ার রুপালী ব্যাংকের পাশে আয়োজিত ইলেকট্রিশিয়ান ইউনিয়নের ওই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জাকির হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আকতার আসাদুজ্জামান চান্দু ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান।

এর আগে শ্রমিকদের সাথে একাত্মতা প্রকাশ করে সেখানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, পাবলিক ইনিস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা প্রমুখ।

‘ন্যায্য মজুরী, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, শ্রমিকদের ঘামে নয় বরং রক্তে ভেজা অধিকার আদায়ের স্লোগানে আয়োজিত ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক সরদার জিল্লুর রহমান, অধ্যাপক ইসমাইল হোসেন, আল মামুন সোহান, ক্রীড়ানুরাগী শাহজাহান আলী শাহিন, সাংবাদিক জুলফিকারুজ্জামান জিল্লু, মোশাররফ হোসেন, জাকির হোসেন, জাহিদুর রহমান, ইলেকট্রিশিয়ান ইউনিয়নের উপদেষ্টা কাজী মশিউল আজম তুহিন, আবু সাইদ, আব্দুর রাজ্জাক, ইয়াকুব আলী, সিনিয়র সহ.সভাপতি আজগর আলী, সহ.সভাপতি শরীফ হাসান, বাবু হারাধন, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, দপ্তর সম্পাদক হারুন আর্ট, শেখ কবিরুল ইসলাম, জুয়েল, কবির, সেলিম, শেখ কামরুল ইসলাম, রোকনুজ্জামান, আতিয়ার রহমান, আবুল কালামসহ কারেন্ট (বিদ্যুত) শ্রমিক ও অন্যান্য সুধিজনেরা।

অনুষ্ঠানটি যৌথভবে সঞ্চালনা করেন অধ্যাপক আবুল খায়ের ও ইউনিয়নের অন্যতম উপদেষ্টা সাংবাদিক আসাদুজ্জামান ফারুকী।

এর আগে এক বর্ণাঢ্য র‌্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে মধ্যাহ্ন ভোজে অংশ নেন পাঁচ শতাধিক কারেন্ট শ্রমিক।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা