বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

দেশের অন্যতম সেরা ইউরোলজিস্ট সাতক্ষীরার কৃতিসন্তান অধ্যাপক ডা. ফখরুল ইসলাম

দেশের অন্যতম সেরা ইউরোলজিস্ট সাতক্ষীরার কৃতিসন্তান অধ্যাপক ডা. ফখরুল ইসলাম।

অধ্যাপক ডা. ফখরুল ইসলাম সাতক্ষীরা সদরের আখড়াখোলা গ্রামে ১২ জুলাই ১৯৫৫ সালে জন্মগ্রহন করেন। পিতা মো. ইয়াকুব আলী। ছাত্র জীবন থেকেই তিনি ছিলেন মেধাবী। তিনি ১৯৭০ সালে নলতা হাই স্কুল থেকে এসএসসি এবং ১৯৭৩ সালে বি এল কলেজ থেকে প্রথম বিভাগে এইসএসসি পাশ করেন।
এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ১৯৭৯ সালে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। মেডিকেল ক্যাম্পাসে তিনি ছিলেন সদাহাস্য এবং আলোচিত এক মুখ।
১৯৮০ সালে ইন্টার্নী শেষে সরকারি চাকরীতে যোগদান করেন। ১৯৮১ সালে পিএসসির মেধা তালিকায় সরকারি চাকরীতে সিলেকশন পান।
১৯৮২ সালে সোভিয়েত সরকারের বৃত্তি নিয়ে সোভিয়েত রাশিয়ায় গমন করেন। ইউরোলজী ও সার্জারী বিষয়ে এমএস ও পিএইচ ডিগ্রী লাভ করেন এবং ১৯৮৮ সালে দেশে ফিরে আসেন।
১৯৮৯ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারি অধ্যাপক হিসেবে চাবুরীরত ছিলেন।

চিকিৎসা শাস্ত্রে উচ্চতর ডিগ্রী লাভের পর অধ্যাপনা ও চিকিৎসা পেশায় আত্মনিয়োগ করেন।

বর্তমানে অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইউরোলজী বিভাগ, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, ধানমন্ডিতে কর্মরত। প্রতিষ্ঠাতা ইউরোলজী ফাউন্ডেশন, বারাকাহ কিডনী হাসপাতাল, ঢাকা,ইবনে সিনা হাসপাতাল, ইউরোলজী বিষয়ক উন্নত প্রযুক্তির প্রয়োগে চিকিৎসার তিনি দেশের পথিকৃত চিকিৎসক।

সাতক্ষীরার নবীন চিকিৎসকদের উচ্চ চিকিৎসায় যথার্থ অবিভাকের ন্যায় এগিয়ে আসেন তিনি। সাতক্ষীরার রোগীরা অসহায়ভাবে ঢাকায় আসলে তদের পাশে দাঁড়ান সাহায্যের হাত নিয়ে নিঃস্বার্থভাবে।

১৯৭১ এর রণাঙ্গনে একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন ও হানাদার বাহিনী কর্তৃক ধৃত হন। পরবর্তীতে অলৌকিকভাবে ৭১ সালের শেষের দিকে যশোর ক্যান্টনমেন্ট থেকে ছাড়া পান। কর্মের অবসরে সমাজ সেবা নিয়ে ব্যাস্ত থাকেন তিনি সব সময়। সমাজ সেবায় অবদান রাখায় বহু সংগঠন কর্তৃক পুরস্কারে ভূষিত হন তিনি। তার সকল সামাজিক কাজে সদা সাহায্য করেন তার স্ত্রী ফারজানা ইসলাম।

সাতক্ষীরার অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে সাতক্ষীরা সোসাইটি, ঢাকার পক্ষ থেকে শিক্ষা বৃত্তি প্রদান করেন। তিনি সাতক্ষীরাবাসীয় সেবায় সময় পেলেই ফ্রি মেডিকেল ক্যাম্প করেন সাতক্ষীরার বিভিন্ন প্রান্তে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান লায়ন্স ইন্টারন্যাশনালের তিনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী