বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

দেশে বেকার লোক ২৬ লাখ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপে দেশে বেকারত্বের হার কিছুটা কমেছে। ২০১৫-১৬ অর্থবছরে পরিচালিত এই জরিপে দেখা গেছে, বেকারত্বের হার দাঁড়িয়েছে মোট শ্রমশক্তির ৪ দশমিক ২ শতাংশ। ওই সময়ে বেকার লোকের সংখ্যা ২৬ লাখ।

এর আগে ২০১৩ সালে যে জরিপ করা হয় সেখানে বেকারত্বের হার ছিল ৪ দশমিক ৩ শতাংশ। কিন্তু বেকারের সংখ্যা ২৬ লাখই ছিল। ২০১৩ সালের পর থেকে গত বছরের জুন পর্যন্ত সময়ে দেশে ১৪ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে।

রোববার বিবিএস তাদের সর্বশেষ শ্রমশক্তি জরিপের এ ফলাফল প্রকাশ করেছে। এবারই প্রথম ত্রৈমাসিক ভিত্তিতে করা জরিপের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলো সংস্থাটি। ২০১৫-১৬ অর্থবছরের চারটি ত্রৈমাসিক জরিপ একীভূত করে শ্রমশক্তির পরিসংখ্যান তুলে ধরেছে সংস্থাটি।

অর্থনীতিবিদরা মনে করেন, দেশে যে হারে জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসংস্থান বাড়ছে না। এ ছাড়া আনুষ্ঠানিক খাতে কর্মসংস্থান কম হচ্ছে। বিশেষত শিক্ষিত জনগোষ্ঠীর কাজের সুযোগ প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না।

বিবিএসের জরিপে দেখা গেছে, বর্তমানে ১০ কোটি ৬১ লাখ মানুষ রয়েছে যাদের বয়স ১৫ বছরের বেশি। ১৫ বছরের বেশি বয়সী লোকদের কর্মক্ষম হিসেবে ধরা হয়। তাদের মধ্যে ৬ কোটি ২১ লাখ লোক শ্রমশক্তিতে অন্তর্ভুক্ত। বাকি ৪ কোটি ৪০ লাখ লোক শ্রমশক্তির বাইরে। শ্রমশক্তিতে থাকা লোকদের মধ্যে কাজ করছেন ৫ কোটি ৯৫ লাখ। বাকি ২৬ লাখ লোক বেকার।

এতে বলা হয়েছে, বেকারদের মধ্যে ১৩ লাখ নারী ও ১৩ লাখ পুরুষ। নারীদের বেকারত্বের হার ৬ দশমিক ৮ শতাংশ ও পুরুষদের বেকারত্বের হার ৩ শতাংশ। পুরুষ হার অপরিবর্তিত থাকলেও নারীদের বেকারত্বের হার কমেছে। ২০১৩ সালের জরিপে নারী বেকারত্বের হার ছিল ৭ দশমিক ৩ শতাংশ।

জরিপে দেখা গেছে, পুরুষ শ্রমশক্তির ৮১ দশমিক ৯ শতাংশ কর্মসংস্থানে আছে; যা আগের জরিপে ছিল ৮১ দশমিক ৭ শতাংশ। আর নারী শ্রমশক্তির মধ্যে কর্মসংস্থান হয়েছে ৩৫ দশমিক ৬ শতাংশের; যা আগের জরিপে ছিল ৩৩ শতাংশ ৫ শতাংশ। আর মোট শ্রমশক্তির কর্মসংস্থান হয়েছে ৫৮ দশমিক ৫ শতাংশের। ২০১৩ সালের জরিপে মোট শ্রমশক্তির ৫৮ দশমিক ১ শতাংশ কর্মসংস্থানে ছিল।

কর্মসংস্থান সবচেয়ে বেশি হয়েছে কৃষি খাতে। এ খাতে ৪২ দশমিক ৭ শতাংশ কর্মসংস্থান হয়েছে। কৃষি খাতের মধ্যে শস্য ও গবাদি পশু চাষেই কর্মসংস্থান সবচেয়ে বেশি ৯৫ দশমিক ৪ শতাংশ।

কৃষির পরেই রয়েছে সেবা খাত। এ খাতে ৩৬ দশমিক ৯ শতাংশ কর্মসংস্থান হয়েছে। সেবা খাতের মধ্যে ম্যানুফ্যাকচারিং খাতে ৭১ শতাংশ ও নির্মাণ খাতে ২৭ শতাংশ কর্মসংস্থান হয়েছে। আর শিল্প খাতে ২০ দশমিক ৫ শতাংশ কর্মসংস্থান হয়েছে। শিল্প খাতের মধ্যে সবচেয়ে বেশি তৈরি পোশাক শিল্পে ৫২ শতাংশ কর্মসংস্থান হয়েছে। টেক্সটাইলে ২৩ দশমিক ৭ শতাংশ, খাদ্যপণ্যে ১১ দশমিক ৭ শতাংশ কর্মসংস্থান হয়েছে।

এই কর্মসংস্থানের মধ্যে ১৩ দশমিক ৮ শতাংশ আনুষ্ঠানিক খাতে। আর ৮৬ দশমিক ২ শতাংশ অনানুষ্ঠানিক খাতে হয়েছে। আনুষ্ঠানিক কর্মসংস্থানে উচ্চশিক্ষিতদের দখলে ৪৭ শতমিক ১ ভাগ। রান্না, কাপড় ও ঘর পরিষ্কার, শিশু ও বয়স্কদের আনা-নেওয়া ইত্যাদি কাজে নারীরা এগিয়ে রয়েছে পুরুষদের তুলনায়। তবে শপিং করার ক্ষেত্রে পুরুষরা এগিয়ে রয়েছে।

তবে কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণ আগের তুলনায় কিছুটা বাড়লেও পুরুষের সঙ্গে বেতনের পার্থক্য আগের মতই রয়েছে। গ্রামীণ এলাকায় পুরুষরা সপ্তাহে ৫২ ঘণ্টা আর নারীরা ৩৬ ঘণ্টা কাজ করেন। আর শহর এলাকায় পুরুষরা সপ্তাহে ৫৪ ঘণ্টা ও নারীরা ৪২ ঘণ্টা কাজ করে। জাতীয়ভাবে পুরুষরা সপ্তাহে ৫৩ ঘণ্টা ও নারীরা ৩৯ ঘণ্টা কাজ করে।

এবারের জরিপে দেখা গেছে, বিনা পারিশ্রমিকের পারিবারিক কাজের হার কমে ১৮ দশমিক ৯ শতাংশ হয়েছে।

বিবিএসের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরকত-ই খুদা বলেন, ‘গ্রাম এলাকায় কর্মসংস্থান বেড়েছে এবং শহর এলাকায় কর্মসংস্থান কমেছে। এটা ভালো নয়। কৃষি ও শিল্প খাতে কর্মসংস্থান কমে সেবা খাতে বেড়েছে। এর ফলে বাংলাদেশ যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাওয়ার আশা করছে তা পাবে না।’

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান বলেন, ‘কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণ বেড়েছে। এটা অর্থনীতির জন্য ভালো।’ ত্রৈমাসিক ভিত্তিতে শ্রমশক্তি জরিপ ইতিবাচক উদ্যোগ বলে মনে করেন তিনি।

পরিসংখ্যান বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে ২০৩০ সালের মধ্যে ৬০ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সেক্ষেত্রে বিবিএসের ত্রৈমাসিক ভিত্তিতে শ্রমশক্তি জরিপের নতুন এই উদ্যোগ সরকারকে নীতি প্রণয়নে সহযোগিতা করবে।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী