বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তিন বছরেও খোঁজ মেলেনি সমুদ্র পথে মালয়েশিয়াগামী কলারোয়ার ১৬ যুবকের

জুলফিকার আলী : একে একে কেটে গেছে তিন বছর। তার পরও কোন খোঁজ মেলেনি সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়া নিখোঁজ সাতক্ষীরার কলারোয়া উপজেলার বসন্তপুর গ্রামের ১৬ যুবকের। সম্প্রতি থাইল্যান্ডে গণ কবরের খবর পাওয়ার পর ওই পরিবারগুলিতে চলছে শোকের মাতম। সন্তানহারা মা-বাবার বুক চাপড়ানো আর্তনাদে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। তিন বছর আগে উন্নত জীবিকার সন্ধ্যানে দালালের খপ্পরে পড়ে সমুদ্র পথে মালয়েশিয়া যায় বসন্তপুর গ্রামের সাহেদ আলী, সাইফুল, আরিফ সহ ১৬ জন তরুন। উঠতি বয়সী এসব তরুনেরা কেউ কলেজ পড়–য়া, কেউ আবার মা-বাবার একমাত্র সন্তান। অভিভাবকদের দেয়া তথ্যানুযায়ী, উপজেলার কাজীরহাট গ্রামের রউফ ও শুভংকারকাটি গ্রামের আজিজ মালয়েশিয়ায় ভাল চাকরীর প্রলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে তাদেরকে সমুদ্রপথে মালেশিয়া পাঠানোর ব্যবস্থা করে। তিন ’বছর আগে তারা দালালের হাত ধরে বাড়ী থেকে বের হয়। তবে ট্রলারে উঠার পর থেকে আজো পর্যন্ত পরিবারের কারোর সাথে আর কোন যোগাযোগ হয়নি তাদের। অভিভাবকরা জানেন না তাদের প্রিয় সন্তানটি বেঁচে আছে, নাকি মারা গেছে। সম্প্রতি থাইল্যান্ডের জঙ্গলে গণকবর আবিস্কৃত হওয়ার পর থেকে অভিভাবকদের হতাশা বেড়েছে, বেড়েছে সন্তান হারানোর বুকফাটা আর্তনাদ। গতকাল সকালে নিখোঁজ আজমল মোড়লের বাবা সিরাজুল ইসলাম কলারোয়া রিপোর্টাস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ক্রাইম সাংবাদিক জুলফিকার আলীকে জানান, নিজের পৈতৃক জমি বিক্রির ৩ লাখ টাকা ব্যয়ে একমাত্র ছেলেকে মালয়েশিয়ায় পাঠিয়ে নিঃস্ব হয়েছেন। এতে তার কষ্ট না থাকলেও ছেলের খোঁজ না পেয়ে তার পরিবারের সদস্যরা এখন শয্যাশায়ী। কলেজ পড়–য়া একমাত্র ছেলে আরিফ হোসেনের খোঁজ না পেয়ে দিন রাত বুক চাপড়াচ্ছেন মা সালেহ খাতুন মেরী। নিখোঁজ সুমনের বাবা আরশাদ আলী জানান, তার পরিবার থেকে ছেলে, ছোট ভাই, ভাইপো সহ নিখোঁজ হয়েছে ৪ জন। দালালদের সাথে যোগাযোগ করা হলে তারা বেঁচে আছে বলে মুক্তিপণ দাবী করলে তা দেওয়ার পরও খোঁজ মিলছে না তাদের। এমনকি ছেলেদের খুজে দেওয়ার নাম করে পুলিশ এসেও কয়েকবার ঘুরে গেছে। দালালদের শাস্তি দাবী করেছেন এক বাবা। একমাত্র ছেলেকে বুকে ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন একযুগ আগে স্বামী হারানো নিখোঁজ সাইফুলের মা নাসিমা খাতুন। খেয়ে-না খেয়ে এখন খুবই কষ্টে দিন কাটাচ্ছেন তিনি। নিখোঁজ সাহেদ আলীর ভাই জহুরুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় মামলা দেওয়া হয়েছে। জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ আহমেদ জানান, মায়ানমার, মালেশিয়া ও থাইল্যান্ডের বিভিন্ন কারাগারে খোঁজ খবর নেওয়া হলেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে একাধিকবার জানানো হলেও কোন উদ্যোদের সুদত্তর পাননি।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা