বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

৮ ফেব্রুয়ারি কিছু হবে না : আইজিপি

ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষায় রাজধানী ঢাকায় বুধবার সন্ধ্যা ৬টা থেকে ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন থাকবে।

বুধবার বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরেও বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

আশ্বস্ত করছি ৮ ফেব্রুয়ারি কিছু হবে না : আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ভীত হবেন না, আশ্বস্ত করছি ৮ ফেব্রুয়ারি কিছু হবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

বুধবার বিকেল পৌনে ৫টায় পুলিশ সদর দফতরের পাবলিক অ্যান্ড মিডিয়া সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

রায় ঘিরে বিএনপি ও সরকারি দল মাঠে নামায় কোনো নাশকতার সম্ভাবনা আছে কিনা, এমন প্রশ্নে আইজিপি বলেন, কোনো ধরনের নাশকতার আশঙ্কা করছি না। তবে কেউ নাশকতার চেষ্টা করলে আমরা তা প্রতিহত করব।

রায় ঘিরে নাশকতার কোনো গোয়েন্দা তথ্য আছে কিনা, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনো তথ্য নেই। তবে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।

রাজধানীতে র‌্যাবের টহল
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার। ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালতে এ রায় প্রদান করা হবে। এ রায়কে ঘিরে গত কয়েকদিন ধরে উত্তপ্ত সারাদেশের রাজনীতি। রায়ে খালেদা জিয়ার সাজা হলে দেশে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা বিরাজ করছে মানুষের মধ্যে। আর তাই সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টা মাথায় রেখে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে কড়া অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

রায়ের একদিন আগে অর্থাৎ বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের। বিশেষ করে রাজধানীর প্রধান প্রধান সড়কে। গণভবন, কাওরান বাজার, কুড়িল বিশ্বরোড ও আগারগাঁওসহ রাজধানীর অনেকে সড়কে তাদের গাড়ি ও মোটরসাইকেল নিয়ে টহল দিতে দেখা গেছে।

জানতে চাইলে র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলী বলেন, রায়কে ঘিরে জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো ঘটনা আমরা ঘটতে দেবো না। নগরীর প্রায় সব সড়কেই র‌্যাবের এই বিশেষ টহল অব্যাহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী