বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ঢাকায় কলা‌রোয়া সরকারি ক‌লেজের অবসরপ্রাপ্ত ৫জন শিক্ষককে সম্মাননা জানালো এক্স-স্টুডেন্টস সোসাইটি

রাজধানী ঢাকায় কলা‌রোয়া সরকারি ক‌লেজের অবসরপ্রাপ্ত ৫জন শিক্ষককে সম্মাননা জানালো এক্স-স্টুডেন্টস সোসাইটি।

শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত সংবর্ধনার অনুষ্ঠানস্থল ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম চত্বর মুখোরিত হয়ে ওঠে কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায়।

সংবর্ধনা অনুষ্ঠানে কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব মো.আবু নসর, প্রফেসর মো.নজরুল ইসলাম, সহযোগি অধ্যাপক এমএ ফারুক, সহযোগি অধ্যাপক নুরুল ইসলাম, ও সহযোগি অধ্যাপক সিরাজুল ইসলাম নুরানীকে সম্মাননায় ভুষিত করে তোলা হয়। প্রাক্তন শিক্ষার্থীদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে ওঠেন পাঁচ শিক্ষকও।

কলারোয়া সরকারি কলেজের এক্স-স্টুডেন্টস সোসাইটির দ্বি-বার্ষিক সাধারণ সভা (এজিএম) উপলক্ষ্যে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোসাইটির সিনিয়র সহ.সভাপতি সিজিএম আসাদুজ্জামান মিলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন বহু প্রতিথযশা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বর্তমানে যার যার কর্মব্যস্ততাকে সামান্য একপাশে রেখে মিলনমেলায় অংশ নেন তারা।
অবসরপ্রাপ্ত সচিব আজমল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড.মিজানুর রহমান, প্রফেসর ড. মো.রবিউল ইসলাম, কর কমিশনার আবুল কালাম কায়কোবাদ, দুদকের উপ-পরিচালক খাঁন মিজানুল ইসলাম সেলিম, গণপূর্ত মন্ত্রণালয়ের ‍উপ-সচিব মো.জিল্লুর রহমান, উপ-সচিব ড.মনিরুজ্জামান, ঢাকা মেডিকেলের বিশিষ্ট চিকিৎসক ডা.ইউনুস আলী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আগামি সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনের আ.লীগের মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু সৈনিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ.সভাপতি সরদার মুজিব, বিশিষ্ট ব্যবসায়ী যশোরের শার্শা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহাসীন কবির, ব্যাংকার জাভীদ ইকবাল, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. অলোক কুমার পাল, রাজশাহী মেডিকেলের চিকিৎসক ডা. আইয়ুব আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. এম সাইফুল ইসলাম, তোফায়েল হোসেন, ব্যাংকার আসাদুজ্জামান, পুলিশের সার্কেল এএসপি মাসুদ রানা জুয়েল, আজহারুল ইসলাম, আফসানা বানু, প্রকৌশলী আবু তাহের খাঁন, প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, আশরাফুজ্জামান পলাশ, বেনজীর আহমেদ, শামীমুজ্জামান খান বাবু, আমজাদ হোসেন, রফিকুল ইসলাম জয়তু, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর কবির ছোট, মিহির কুমার চক্রবর্তী, এডভোকেট ছফেদ আলী রাশেদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জাফর উল্লাহ কাজল, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা ডিএম ইউসুফ হোসেন, কার্গো এক্সপ্রেসের কর্মকর্তা মুনতাসির রহমান, আবু সাইদ, তৌহিদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন, কাজী চন্দনাসহ বিভিন্ন পেশায় নিয়োজিত প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় স্যারদের কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। তাদের অনেকে আবেগময়ী বক্তব্যও রাখেন।

অনুষ্ঠানটি য়ৌথভাবে সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ্যাসিসট্যান্ট রেজিস্ট্রার স্বর্ণময়ী সাহা ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ইয়ারুল ইসলাম।

পরে সোসাইটির নতুন কমিটি নাম ঘোষনা করা হয়। বিশিষ্ট ব্যাংকার কাজী আসাদুজ্জামানকে সভাপতি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট নয়া কমিটি ঘোষিত হয়।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী