সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ডি ভিলিয়ার্সের ফেরার আকুতিতে পাত্তা দেননি নির্বাচকরা

বিশ্বকাপে এতটা ছন্নছাড়া শুরু কখনেই করেনি দক্ষিণ আফ্রিকা। সারাবছর আন্তর্জাতিক অঙ্গনে দাপট দেখালেও বিশ্বকাপে তারা কুখ্যাত চোকার নামে। এবারও ভালো কিছুর ইঙ্গিত নেই আপাতত। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু। এরপর বাংলাদেশ এবং ভারতের বিপক্ষে জয়ের দেখা পায়নি প্রোটিয়ারা।

স্বাভাবিকভাবেই বিশ্বকাপের মতো আসরের জন্য দলটির সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে দলের ব্যাটারদের দিকে আঙুল উঠছে।
এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি যার অভাব অনুভূত হচ্ছে তিনি হলেন এবি ডি ভিলিয়ার্স।
সামাজিক যোগাযোগের মাধ্যমে তো অনেকেই তাকে ফিরিয়ে আনার অনুরোধ জানাচ্ছেন।
এমন পরিস্থিতিতে রীতিমতো বোমা ফাটিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। বিশ্বকাপের আগেই নাকি ডি ভিলিয়ার্স অবসর ভেঙে ফিরতে চেয়েছিলেন। কিন্তু তাকে দলে নিতে রাজি হননি নির্বাচকেরা।

ক্রিকইনফো জানিয়েছে, গত মে মাসেই ডি ভিলিয়ার্স ফেরার প্রস্তাব দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণার আগেই। অধিনায়ক ফাফ ডু প্লেসি, কোচ ওটিস গিবসন ও নির্বাচক কমিটির আহ্বায়ক লিন্ডা জন্ডির কাছে প্রস্তাবটা পাঠিয়েছিলেন তিনি। কিন্তু ডি ভিলিয়ার্সের অনুরোধকে তারা পাত্তাই দেননি।
জাতীয় দল থেকে অবসর নেয়ার পর বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগগুলো খেললেও ঘরোয়া লিগেও খেলেননি ডি ভিলিয়ার্স। এ অবস্থায় তার ওপর ঠিক আস্থা রাখতে পারেননি নির্বাচকেরা। ঘরোয়া ক্রিকেটে না খেলায় তার ফর্ম, ফিটনেস ইত্যাদি নিয়েও সন্দেহে ছিলেন তারা। তা ছাড়া একেবারে শেষ মুহূর্তে হুট করেই কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার ব্যাপারটি নীতিগতভাবে কতটা সঠিক, সেটিও বিবেচনা করে দেখেছেন তারা। ভিলিয়ার্সকে দলে নিতে গেলে বাদ দিতে হতো দারুণ ফর্মে থাকা রাসি ফন ডার ডুসেনকে। সেটির পক্ষে ছিলেন না কেউই।
গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন ডি ভিলিয়ার্স। বলেছিলেন, ক্রমাগত ক্রিকেট খেলে ক্লান্ত তিনি, সময় দিতে চান পরিবারকে। যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছেন নিয়মিত, এই বছর প্রথমবারের মতো বিপিএলেও খেলে গেছেন। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে খেলেছে। সব জায়গায় তিনি প্রমাণ করেছেন, আজও ফুরিয়ে যাননি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!