শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ঝড়-বৃষ্টিতে কলারোয়ায় কৃষকের উঠতি ফসলে ব্যাপক ক্ষতি

ঝড়-বৃষ্টিতে কলারোয়ায় কৃষকের উঠতি ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলার দেয়াড়াসহ ১২টি ইউনিয়নের প্রায় সকল ফসলী মাঠে ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে ফসলী মাঠের বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা ব্যাঘাত ঘটার শংকা প্রকাশ করছেন কৃষকরা। বৃষ্টির পানিতে ভিজে গেছে কাটার অপেক্ষায় থাকা ধান গাছ, মাঠে কেটে রাখা ধান গাছ, বাড়ির আঙ্গিনায় রাখা ধান গাছের আটি। আবার ঝেড়ে রাখা ধানও ভিজে গেছে অনেকের। এর পাশাপাশি বৃষ্টির পানিতে ফসল তলিয়ে ভিজে যাওয়াও ফলন বিপর্যয়ের আশঙ্কাও দেখা দিয়েছে।

উপজেলা কৃষি অফিসার মহাসীন আলী জানান- ‘উপজেলার ১২টি ইউনিয়নের চলতি মৌসুমে ১৩ হাজার ২০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা গতবারের তুলনায় বেশি।’

কিন্তু বৃষ্টির কারণে ফসলী জমির পাকা-আধাপাকা ধান গাছ পানিতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এছাড়া ঝড়ো বাতাসে বিভিন্ন এলাকায় ধান গাছ মাটির সাথে মিশে গেছে। ধান মাটিতে শুয়ে পড়ায় কৃষকরা হতাশ হয়ে পড়েছেন।

সোমবার সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে- ধান পরিপুষ্ট হয়ে পাকার আগেই মাটিতে পড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে অনেকের। কেউবা কাটছে, বাদছে, মাঠ থেকে বাড়ি নিচ্ছে এবং ঝাড়ছে এমতাবস্থায় হঠাৎ বৃষ্টি হওয়ায় ভিজে ভেসে গিয়ে কৃষকের মাথায় হাত উঠে গেছে।

অনেক কৃষক বাধ্য হয়ে বেশি দামে কিংবা ৫শত টাকা দরে শ্রমিক দিয়ে ধান কাটছেন।

দলুইপুর গ্রামের কৃষক মিজানুর রহমান, নিছার আলী, ইমান আলী, মিরডাঙ্গা গ্রামের গোলাপ হোসেন জানান- বেশির ভাগ জমিতে আগাম জাতের ধানের চাষ করা হয়েছে। সম্পুর্ন ধান কেটে বাড়ি উঠাতে এখনো ৫/৭ দিন বাকি ছিল। কিন্তু হঠাৎ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে এবং ভিজে পানিতে ডুবে গেছে। এতে ফলন বিপর্যয়সহ প্রতি বিঘায় প্রায় ৪/৫ মণ ধান কম হবে বলে আশংকা প্রকাশ করেছেন তারা।

উপজেলা কৃষি অফিস জানিয়েছে- ‘বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে কিছু পরিমান জমিতে বোরো ধান হেলে পড়েছে ও ভিজে গেছে। ফলন বিপর্যয়ের কথা এখনই নিশ্চিত বলা যাবে না। আতঙ্কিত হবার কিছু নেই। আগাম সতর্কতা হিসেবে যেসব জমির ফসল শতকরা ৮০-৯০ ভাগ পেকে গেছে, সেগুলো আবহাওয়া অনুকূলে আসা মাত্রই রোদ্রের দেখা মিললেই দ্রুত কেটে নেয়ার জন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।’

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা