আরো খবর...
‘জনগণের অধিকার প্রতিষ্ঠা আমাদের দায়িত্ব’ : নবাগত ডিসি
সাতক্ষীরায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল বলেছেন, বাহবা নেওয়ার জন্য আমি কাজ করিনা, এটা আমার দায়িত্ব। সরকারি কর্মকর্তা হিসাবে জেলার উন্নয়ন, আইন শৃংখলা রক্ষা করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা আমার দায়িত্ব। প্রথমে বীর মুক্তিযোদ্ধা, এরপর জন প্রতিনিধিদের আমি সম্মান করি। ইতিহাস নিয়ে মতবিরোধ, ভিন্নমত থাকতে পারে, কিন্তু ইতিহাসকে ঢেকে রাখা যায়না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বিশে^র রোল মডেল। বীর মুক্তিযোদ্ধাদেরকে তিনি সম্মানের জায়গায় অধিষ্ঠিত করেছেন। তার বলিষ্ঠ ও সুচিন্তিত কাজের ফলশ্রুতিতে মানব উন্নয়নে সূচকে ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ উপরে উঠতে সক্ষম হয়েছে। প্রবৃদ্ধির হার এখন ৮%। ভারত কাছাকাছি আছে। আসন্ন শারদীয়া দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে দিক নির্দেশনামূলক আলোচনা রেখে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে উজ্জল দেশ। এটি নষ্ট করতে অনেক অপচেষ্টা চালান হয়েছে। আমাদেরকে সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে। যাতে দুষ্টচক্র অনিষ্ট করতে না পারে।
শনিবার সকালে আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল উপরোক্ত কথা বলেন। তিনি উপজেলার বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে কিছু সমাধানের উদ্যোগ নেন এবং বাকীগুলো পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিনিধি এবং সুধী সমাজের অংশ গ্রহনে মত বিনিমিয় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিম ও পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ। সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আবম মোছাদ্দেক, শেখ জাকির হোসেন, প্রভাষক ম মোনায়েম হোসেন, এস এম রফিকুল ইসলাম, দিপংকর কুমার সরকার, আঃ আলিম মোল্যা, উপজেলা প্রকৌশলী আকতার হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি নীলকণ্ঠ সোম, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম, প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস প্রমুখ বক্তব্য রাখেন। সমাজ সেবা অফিসার ইমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ আঃ গফফার ও গীতা থেকে পাঠ করেন, অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্তী।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ২০১৮ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে পরিষদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, পিআইও শাহরিয়ার মাহমুদ রঞ্জু, উপ সহকারী প্রকৌশলী মামানুর রশিদ প্রমুখ। সভায় সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, সমবায় অফিসার আনছারুল আজাদ, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন ও প্রভাষক ম মোনায়েম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সরকারের উন্নয়ন প্রচার সভা
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারের বকুলতলা চত্বরে শনিবার বিকাল ৫টায় আওয়ামীলীগ সরকারে উন্নয়ন প্রচারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী সেচ্ছাসেবকলীগের আয়োজনে ডা. আ ফ ম রুহুল হক এমপির পক্ষে বাংলাদেশ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম সাহেব আলী। বড়দল ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আ. আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বড়দল ইউপি চেয়ারম্যান আ. আলিম মোল্যা, উপজেলা স্বেচ্ছসেবকলীগের উপদেষ্টা নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম মনজুরুল ইসলাম, বড়দল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান ফকির, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান মালী, বীর মুক্তিযোদ্ধা লেয়াকাত আলী, যুবলীগ নেতা আছাদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা মহাসিন আলম লিটন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক বিকাশ চন্দ্র মন্ডলের পরিচালনায় এসময় বীরমক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আশা’র শিক্ষা সেবিকাদের প্রশিক্ষণ
আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচীর আওতায় ১৫ জন শিক্ষা সেবিকাদের নিয়ে দুই দিনব্যাপী প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ বিষয়ক প্রশিক্ষণের উদ্ধোধন করা হয়েছে। শনিবার সকাল ৯ টায় আশাশুনি উপজেলার আশা’র কাদাকাটি ব্রাঞ্চ কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্ধোধন করা হয়। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রথমদিন শিক্ষা সেবিকাদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা ইউআরসি ইন্সট্রাক্ট্রার মহিতোষ কর্মকার। এসময় আশা’র কাদাকাটি ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার সনাতন দাশ, শিক্ষা সুপারভাইজার আজমারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে মাইকিং
“অল্প সময়ে সল্প খরচে, সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম আদালতে” এই শ্লোগানকে সামনে রেখে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন ২য় পর্যায় প্রকল্পের আওতায় বাস্তবায়নকারী সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শনিবার সকাল ১০টায় গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে মাইকিং কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিমূলক পোষ্টার ও প্লাকার্ডে সজ্জিত ভ্যানটি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী গোলাম মোস্তফার নেতৃত্বে এবং গ্রাম আদালত সহকারী অজয় মন্ডলের সার্বিক সহযোগিতায় সারা ইউনিয়ন ব্যাপী মাইকিং যোগে গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে ব্যাপক প্রচার প্রচারনা চালান। উল্লেখ্য, গ্রাম আদালতে পঁচাত্তর হাজার টাকা মূল্যমানের দেওয়ানি ও ফৌজদারী বিরোধ নিষ্পত্তি করা হয়। এক্ষেত্রে ফৌজদারী মামলার জন্য মাত্র ১০ টাকা ফিস এবং দেওয়ানী মামলার জন্য মাত্র ২০ টাকা ফিস দিতে হয়। এছাড়া আর আর কোন খরচ নেই। গ্রাম আদালতে কোন উকিলের দরকার হয় না। আবেদনকারী কর্তৃক মনোনীত ২ জন প্রতিনিধি (একজন ইউপি সদস্য ও একজন স্থানীয় গন্যমান্য ব্যাক্তি) একই ভাবে প্রতিবাদীও ২ জন প্রতিনিধি মনোনয়ন করবে, এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই হবেন গ্রাম আদালতের বিচারক। এভাবে ৫ জন বিচারকের সমন্বয়ে একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয় বলে, গ্রাম আদালতে ন্যায় বিচার অবশ্যই সম্ভব। এজন্য ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল ইউনিয়নের সকল জনসাধারনকে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত পঁচাত্তর হাজার টাকা মুল্যমানের দেওয়ানী ও ফৌজদারী মামলার জন্য থানা কিংবা উচ্চ আদালতে না গিয়ে সুষ্ট সমাধানের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে আসার আহ্বান জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ
সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন
‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন