চিরনিদ্রায় শায়িত হলেন কলারোয়ার সর্বজন শ্রদ্ধেয় বজলুল করিম স্যার
চিরনিদ্রায় শায়িত হলেন কলারোয়ার সর্বজন শ্রদ্ধেয় বজলুল করিম স্যার। কলারোয়া উপজেলার সাবেক চেয়ারম্যান, ১২নং যুগিখালী ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বামনখালী হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও কলারোয়া পৌর বিএনপির সাবেক সভাপতি বজলুল করিম যে কতটা জনপ্রিয় ছিলেন সেটা তাঁর জানাজা নামাজেও আরেকবার দেখা মিললো।
মঙ্গলবার দুপুরের দিকে ৩য় জানাজা শেষে তাকে যুগিখালী ইউনিয়নের গোছমারা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ডিসেম্বর সোমবার দুপুরের দিকে ৭০বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে ও ১কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার বিকেলে রাজধানীর শ্যামলীতে সদ্য প্রয়াত বজলুল করিমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। ওই জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা.শহিদুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমুতুল্লাহ পলাশ প্রমুখ।
এরপর তার মরদেহ কলারোয়ার বাড়িতে আনার পর মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে দ্বিতীয় ও বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বামনখালী হাইস্কুল মাঠে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত জানাজাপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসর, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব গোলাম রব্বানী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাংসদ আলহাজ্ব বিএম নজরুল ইসলাম, সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি, কলারোয়া পৌর মেয়র গাজী আক্তারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়রম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক বজলুর রহমান, সহ.সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীন, হাসান আজিজ আহম্মেদ, জেলা যুবদল সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা জাতীয়পার্টির যুগ্ম সম্পাদক এম মনুসুর আলী, জামায়াত নেতা ইমান আলী শেখ ও প্রয়াত বজলুল করিমের বড় ছেলে পুলিশ ইন্সপেক্টর সালাউদ্দীন করিম বাবু।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা জানাজাপূর্ব আলোচনা সঞ্চালনা করেন।
জানাজা নামাজ পরিচালনা করেন শিক্ষক গোলাম রসুল শাহী।
এছাড়াও উপজেলা পরিষদ চত্বরের জানাজা এবং শেষদফা বামনখালিতে অনুষ্ঠিত জানাজাপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন ও জানাজা নামাজে উপস্থিত ছিলেন মাস্টার শেখ মাহবুবুর রহমান, আ.লীগ নেতাদের মধ্যে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, বিএনপি নেতাদের মধ্যে সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, কলারোয়া উপজেলা বিএনপির সহ.সভাপতি আব্দুর রশিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন, যুবদল সভাপতি আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, বিএনপি নেতা মাহফুর রহমান সাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, ছাত্রদল সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর পাশাপাশি সাধারণ জনগণ।
উল্লেখ্য, সবার প্রিয় ব্যক্তিত্ব সদ্য প্রয়াত বজলুল করিম উপজেলার যুগিখালী ইউনিয়নের গোছমারা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিকসহ নানান জটিল রোগে ভুগছিলেন। কয়েক মাস আগে প্রয়াত বজলুল করিমের ছোট মেয়ে আকষ্মিক মারা গেলে তিনি মানসিকভাবে আরো ভেঙ্গে পড়েন।
এদিকে, মরহুমে আত্মার মাগফিরাত কামানা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছে জনপ্রিয় অনলাইন নিউজ পেপার ‘কলারোয়া নিউজ’,মালেশিয়া বিএনপিসহ অন্যান্য সংগঠন ও ব্যক্তিবর্গ।
অপরদিকে, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর চাচাত ভাই মরহুম আব্দুর রউফের জানাযা নামাজও বামনখালী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
কলারোয়ার সদ্য প্রয়াত বজলুল করিমের শয্যাপাশে সাবেক এমপি হাবিব
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন