শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

চরম অব্যবস্থাপনা ও অসন্তোষে শেষ হলো কলারোয়ায় প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

চরম অব্যবস্থাপনা, অসন্তোষ ও ক্ষোভের মধ্য দিয়ে শেষ হলো সাতক্ষীরার কলারোয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা।
ক্ষুদে শিক্ষার্থী খেলোয়ারদের নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের মতো টিমের ক্ষেত্রেও চরম অনিয়ম, অব্যবস্থাপনা, দূর্নীতি, অসন্তোষ ও ক্ষোভের বহি:প্রকাশে যেনতেন ভাবে ‘শুধুমাত্র নিয়ম রক্ষা’র এ টুর্নামেন্ট সম্পন্ন করলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

অছাত্র ও বহিরাগত খেলোয়ার দিয়ে ফুটবল ম্যাচ, টুর্নামেন্ট কমিটির সিংহভাগ সদস্যদের অনুপস্থিতি, প্রচার-প্রচারনা শুন্য, খেলোয়ার বাছাই কমিটির অযোগ্যতা ও মাঠের পরিবেশের চরম অব্যবস্থাপনা ছিল টুর্নামেন্ট জুড়ে।

ফাইনাল খেলায় বঙ্গবন্ধু টুর্নামেন্টে খোরদো প্রাইমারি স্কুলের টিমে বহিরাগত খেলোয়ার, সেমিফাইনালে ক্ষেত্রপাড়া প্রাইমারি স্কুল টিমে একাধিক বহিরাগত খেলোয়ার, বঙ্গমাতা টুর্নামেন্টে পশ্চিম বোয়ালিয়া প্রাইমারি স্কুল টিমে নির্ধারিত বয়সের বেশি বয়সী মেয়েদের নিয়ে খেলা করানোয় শেষমেষ তা প্রমানিত হলে ৮জন নিয়ে খেলতে বাধ্য হওয়া, সেক্ষেত্রে খেলোয়ার বাছাই কমিটির চরম অযোগ্যতা ও উদাসিনতা, অর্ধশতাধিক সদস্য নিয়ে গঠিত টুর্নামেন্ট কমিটিতে হাতে গোনা ১০/১২জন সদস্যের উপস্থিতি, খেলার অনুপোযোগি ছেড়া নেটসহ মাঠ ব্যবস্থাপনা, নূন্যতম প্রচার-প্রচারণা না হওয়ায় দর্শকশূন্য ম্যাচসহ নানান অব্যবস্থাপনা, উদাসিনতা, অনিয়ম, অসন্তোষ ও চাপা ক্ষোভ লক্ষণীয় ছিল গোটা টুর্নামেন্ট জুড়ে।

তারই বহি:প্রকাশও ঘটালেন স্বয়ং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার রায়। বৃহষ্পতিবার বিকেলে ফাইনাল ম্যাচ চলাকালে মঞ্চে বসে অখুশি ও অসন্তোষ প্রকাশ করেন খোরদো প্রাইমারি স্কুলের বহিরাগত খেলোয়ার নিয়ে ম্যাচ খেলানো নিয়ে। তিনি ‘খেলায় না আসার ইচ্ছা’র কথা জানিয়ে শুধুমাত্র ফাইনালে পুরষ্কার বিতরণীর জন্য এসেছেন বলে অসন্তোষ প্রকাশ করেন। এসময় অনিয়মের বিষয়ে তিনি প্রশাসনিক ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে।

ফাইনাল ম্যাচে বঙ্গবন্ধু টুর্নামেন্টে জালালাবাদ প্রাইমারি স্কুল ১-০ গোলে খোরদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আর বঙ্গমাতা টুর্নামেন্টে ৮জন খেলোয়ার নিয়ে পশ্চিম বোয়ালিয়া ২-০ গোলে তুলশীডাঙ্গাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয় দল সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা পর্যায়ের খেলায় অংশ নেবে।

টুর্নামেন্টে পুরষ্কার লাভ করেন সেরা খেলোয়ারে বালকে জালালাবাদের অাফজাল হোসেন তপু, বালিকায় পশ্চিম বোয়ালিয়ার রিমা আক্তার, সব্বোর্চ গোলদাতায় বালকে খোরদোর আল আমিন, বালিকায় পশ্চিম বোয়ালিয়ার পারুল আক্তার, সেরা গোলরক্ষকে বালকে খোরদোর রাকিব, বালিকায় তুলশীডাঙ্গার সুরাইয়া, গোল্ডেন বুট বালকে জালালাবাদের আফজাল তপু ও বালিকায় পশ্চিম বোয়ালিয়ার রিমা আক্তার।

খেলাগুলো পরিচালনা করেন সাজু হালদার, মিয়া ফারুক হোসেন স্বপন, সাইফুল ইসলাম ও আনোয়ার হোসেন।

ধারাভাষ্যে ছিলেন আসাদুর রহমান সেন্টু, শেখ শাহজাহান আলী শাহীন ও আব্দুল ওহাব মামুন।

খেলা তদারকির দায়িত্বে ছিলেন জিএম মাসউদ পারভেজ মিলন ও অনুপ কুমার ঘোষ।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অাকবর হোসেন।

মঞ্চে বসে খেলা উপভোগ করেন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, পাবলিক ইনস্টিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, সাংবাদিক শেখ মোসলোম অাহম্মেদসহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা