শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে কলারোয়ায় জীবন বীমা অফিসে দুদকের ঝটিকা অভিযান

গ্রাহকদের পলিসির টাকা আত্মসাতের অভিযোগের ভিত্তিতে কলারোয়ায় জীবন বীমা কর্পোরেশনের অফিসে (শাখা-৯৩৮) ঝটিকা অভিযান চালালো দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।

সোমবার (৫আগস্ট) বিকাল ৪টার দিকে পৌরসদরের হাসপাতাল রোডে কৃষি ব্যাংক সংলগ্ন এ অফিসে আসেন খুলনা বিভাগীয় দুদকের উপ-সহকারী পরিচালক ফয়সাল কাদের, সহকারী পরিদর্শক মনিরুজ্জামান ও শ্যামল চন্দ্র সেন।
সেসময় তারা জীবন বীমা অফিসে অভিযোগের সংশ্লিষ্ট সূত্রের কাগজপত্রে গড়মিল দেখেন।

পরে সরেজমিনে ভূক্তভোগিদের সাথে কথা বলতে উপজেলা শংকরপুর গ্রামে যান।

দুদকের উপ-সহকারী পরিচালক ফয়সাল কাদের জানান- ‘জীবন বীমা কর্পোরেশনের কলারোয়া অফিসের বীমা পলিসি করা উপজেলার শংকরপুর গ্রামের ১৩জন ব্যক্তি প্রায় ৬লাখ টাকা আত্মসাতের বিষয়ে দুদকে অভিযোগ করেন। ওই অভিযোগের সূত্র ধরে তারা (দুদক কর্মকর্তারা) সোমবার বিকেলে কলারোয়ার জীবন বীমা অফিসে আসেন। তখন অফিসের ম্যানেজার ও অভিযোগের আবেদনে অভিযুক্ত টাকা তছরুপকারী অফিসার আরিজুল ইসলামকে পান নি। সেখানে উপস্থিত উন্নয়ন অফিসার হাফিজুর রহমান সংশ্লিষ্ট কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। তখন মুঠোফোনে আরিজুল ইসলামকে অফিসে ডেকে আনা হয়। আরিজুল অফিসে এসে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করায় তাকে নিয়ে তাৎক্ষনিক উপজেলাধীন শংকরপুর গ্রামে যান দুদক কর্মকর্তারা। সেখানে পৌছে পলিসি আত্মসাতের অভিযোগ দেয়া আবেদনকারীরা জানান- তাদের পলিসির টাকা জমা দেয়া হলেও যথাযথ রিসিট তারা পাননি। অনেকের কিস্তি পরিশোধ হওয়ার পরেও তাদের লভ্যাংশসহ আসল টাকা পূর্ণাঙ্গ ফেরত পাননি। আবার অনেকে ৫কিস্তির টাকা জমা দিলেও রিসিট পেয়েছেন ২টা। দুদক কর্মকর্তাদের কাছে অভিযুক্ত আরিজুলের সামনেই তার বিরুদ্ধে এরূপ অন্যান্যভাবে প্রায় ৬লাখ টাকা আত্মসাতের অভিযোগ তোলেন। তবে সেখানে উপস্থিত আবেদনকারীর মধ্যে ২/১জন জানান যে, তাদের পলিসিকৃত টাকা পরবর্তীতে ফেরত পেয়েছেন।’

দুদকের সহকারী পরিদর্শক মনিরুজ্জামান জানান- ‘সরেজমিনে অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত জীবন বীমা অফিসার আরিজুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

সেসময় কলারোয়া জীবন বীমা অফিসের শাখা ব্যবস্থাপক হাফিজুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শংকরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ইয়াসিন আরাফাত, ‍মৃত মোহর আলী বিশ্বাসের ছেলে লিয়াকত আলী, তিরাসতুল্ল মোড়লের ছেলে মোস্তফা, নুরুল ইসলামের স্ত্রী বিলকিস, দিনাজ মোড়লের ছেলে রবিউল, মৃত আকরাম আলী সানার ছেলে কামরুজ্জামান, রবিউল ইসলামের স্ত্রী আকলিমাসহ ভূক্তভোগিরা জীবন বীমা অফিসার আরিজুলের বিরুদ্ধে ‘পলিসির টাকা আত্মসাতের অভিযোগ’ দায়ের করেন দুদকে। অভিযুক্ত আরিজুল ইসলমের বাড়িও শংকরপুর গ্রামে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা