শনিবার, অক্টোবর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

গ্রামীণ নারী উদ্যোক্তাদের জন্য প্রথম ডিজিটাল মার্কেটপ্লেস

কৃষ্টি’ নামে একটি নারী ক্ষমতায়ন প্রকল্প উদ্বোধন করেছে বাগডুম ডটকম ও উইএসএমএস। এই প্ল্যাটফর্ম এমনভাবে সাজানো হয়েছে, যাতে করে দেশের প্রত্যন্ত অঞ্চলের নারী উদ্যোক্তারাও যেন আধুনিকায়নের সুবিধা উপভোগ করতে পারেন এবং তাদের পণ্য সারা দেশে বিক্রি করতে পারেন। উইএসএমএসের কার্যক্রম অর্থায়ন করে থাকে সুইডেন দূতাবাস এবং তা বাস্তবায়ন করে আইডিই বাংলাদেশ ও দ্য এশিয়ান ফাউন্ডেশন। সম্প্রতি তারা খুলনা ও রংপুর বিভাগের নয়টি জেলায় হোম টেক্সটাইল, পাটের তৈরি পণ্য এবং প্রক্রিয়াজাত প্যাকেট খাবার নিয়ে কাজ করছেন।

কৃষ্টির উদ্বোধন উপলক্ষে গত বৃহস্পতিবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইডিই বাংলাদেশের রাষ্ট্রীয় পরিচালক, দীপক ধোজ খাদকা এবং বাগডুম ডটকমের সহপ্রতিষ্ঠাতা, সৈয়দা কামরুন আহমেদ নারী উদ্যোক্তাসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনলাইনে পণ্য বিক্রয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের সহযোগিতা করার লক্ষ্যে বাগডুম ডটকম এবং উইএসএমএসের আয়োজনে রংপুরে তিনটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় প্রায় ১০০ জন নারী অংশ নিয়েছেন। এরই মধ্যে ৩০ জন নারী উদ্যোক্তা ‘কৃষ্টি’ প্রকল্পে তাদের হাতে তৈরি পণ্য বিক্রি করতে চুক্তিবদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে চারজন উদ্যোক্তা উদ্বোধন অনুষ্ঠানে পণ্যের প্রদর্শনও করেছেন। এই প্রকল্প এসব নারী উদ্যোক্তার ব্যবসা প্রসারে সহযোগিতার পাশাপাশি তাঁদের অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনেও সহায়তা করবে বলে উইএসএমএস ও বাগডুম ডটকমের প্রত্যাশা।

উদ্বোধন অনুষ্ঠানে বাগডুম ডটকমের সহপ্রতিষ্ঠাতা সৈয়দা কামরুন আহমেদ বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক চালিকাশক্তির অর্ধেকটাই হলো নারী এবং তারা তাদের কাজে বেশ অভিজ্ঞ ও মেধাবী। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের ক্ষমতায়নের কাজে বাগডুমকে সম্পৃক্ত করতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানজনক একটি কাজ। আমরা আশা করছি, আমাদের দেশের গ্রামীণ নারীরা তাদের পণ্য দেশি-বিদেশি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে এই প্ল্যাটফর্মটিকেই বেছে নেবেন। বাগডুম সব সময় নিজ অবস্থান থেকে নারীর ক্ষমতায়নে সহযোগিতা করার চেষ্টা করেছে এবং এই টেকসই প্ল্যাটফর্মটি সেই চেষ্টারই একটি ফসল।’

বাগডুম ডটকমের সিইও মিরাজুল হক বলেন, ‘বাগডুম শুধু একটি ই-কমার্স প্ল্যাটফর্মই নয়, বরং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নারী ক্ষমতায়ন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সেই ভাবনা থেকেই দেশের নারী কারিগর ও উদ্যোক্তাদের বাজারে মধ্যস্বত্বভোগীদের বিড়ম্বনার হাত থেকে রক্ষা করে সারা দেশে উপযুক্ত মূল্যে পণ্য বিক্রয়ে সহযোগিতা প্রদানের লক্ষ্যে কৃষ্টি প্রকল্পটি তৈরি করা হয়েছে।’

আইডিই বাংলাদেশের রাষ্ট্রীয় পরিচালক দীপক ধোজ খাদকা বলেন, ‘দক্ষিণ এশিয়ার মধ্যে মোবাইল এবং ওয়েব টেকনোলজির উন্নয়ন খাতে বাংলাদেশ অন্যতম সফল একটি দেশ। এটি আমাদের কাজ করার ধরনসহ সবকিছুই বদলে দিয়েছে। গ্রামীণ সব গ্রাহক ও উৎপাদককে আরো বড় এবং ফলপ্রসূ বাজারের সঙ্গে সংযুক্ত করতে ডব্লিউইইএসএমএসে আমরা ক্রমাগত উদ্ভাবনী সব পদ্ধতির সন্ধান করে যাচ্ছি। আমাদের জন্য একটি বিশাল সুযোগ হলো নারীদের এসএমই ঋণ নিতে সহায়তা করার মাধ্যমে তাদের দ্রুত বর্ধমান ই-কমার্সের অংশীদার করতে পারা এবং এটি থেকে তাদের সুবিধাপ্রাপ্তি নিশ্চিত করা। তাই বাগডুমের এই উদ্যোগে তাদের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা খুবই আনন্দিত। এসব এসএমই ঋণগ্রহণকারীরা বাগডুমের মাধ্যমে তাদের বাজার প্রসারে এগিয়ে যাবে এবং বাগডুমও এসব পণ্য তাদের প্রোডাক্ট পোর্টফোলিওতে সংযুক্ত করার মাধ্যমে তাদের প্রসার বৃদ্ধি করতে সক্ষম হবে। এটি একটি উইন-উইন সিচুয়েশন এবং প্রেসফরপ্রগ্রেস প্রোগ্রামের ক্ষেত্রে যথাযোগ্য একটি উদ্যোগ।’

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী