বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

খালেদার বহরে হঠাৎ উদয় নেতাকর্মীরা

দুর্নীতি মামলার রায় শুনতে বেগম খালেদা জিয়া আদালতে যাওয়ার পথ একটু পাল্টে দিলেন, আর এর পরপরই হঠাৎ তার বহরের দিকে ছুটে আসল বিএনপির শত শত নেতাকর্মী।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে বিএনপি চেয়ারপারসন তার গুলশান-২ এর বাসভবন থেকে রওয়ানা হন বকশিবাজারের আদালতের পথে। গুলশান-১ হয়ে সাতরাস্তা হয়ে মগবাজার উড়াল সড়ক ধরে তিনি বকশিবাজার যাবেন-এমন ধারণা থেকে উড়াল সড়কের ওপরে নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ।

খালেদা জিয়ার যাত্রা শুরুর আগে থেকেই গুলশান থেকে পুরো যাত্রাপথে ব্যাপক নিরাপত্তার আয়োজন করেছিল। এই বহরে কেউ যেন ঢুকতে না পারে, সে দিনে নজর ছিল তাদের।

সব কিছু ঠিকঠাক চলছিল। কিন্তু সাতরাস্তা মোড় পার হয়ে উড়াল সড়কে উঠার আগে আগে পাল্টে গেল চিত্র। এতদিন খালেদা জিয়া এই উড়াল সড়ক ব্যবহার করেই আদালতে গেছেন। কিন্তু হঠাৎ করেই তার গাড়ি বহর উড়াল সড়কে না উঠে নিচের সড়ক ধরে মগবাজারের দিকে যাত্রা শুরু করল।

আর এফডিসি মোড়ের আগেই বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হন তাদের নেত্রীর গাড়িকে ঘিরে। মুহূর্তেই অপ্রস্তুত হয়ে যায় পুলিশ। আর যত সময় বাড়তে থাকে, নেতা-কর্মীদের সংখ্যা বাড়তে থাকে তত বেশি। নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকেন, ‘আমার নেত্রী, আমার মা, বন্দী হতে দেব না।’

মুহূর্তেই গাড়িবহরের গতি একেবারেই থমকে যায়। আর যত সময় গড়াতে থাকে, নেতা-কর্মীদের সংখ্যা তত বাড়তে থাকে।
একজন পুলিশ কর্মকর্তা ঢাকাটাইমসকে বলেন, ‘তিনি যে এই পথ দিয়ে যাবেন, সেটা আমাদের ধারণাতেই ছিল না। আমরা তো উড়াল সড়কের ওপরের সড়কে যাতায়াত নির্বিঘ্ন করে রেখেছিলাম। কিন্তু তিনি যেটা করলেন, সেটার জন্র আমরা প্রস্তুত ছিলাম না। মনে হচ্ছে এটা পরিকল্পিতই ছিল।’

২০০৮ সালের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশনের করা দুর্নীতির মামলায় আজ রায় ঘোষণার তারিখ জানানো হয় গত ২৫ জানুয়ারি। সেদিন থেকেই বিএনপির পক্ষ থেকে রায় বিরুদ্ধে গেলে তা মেনে না নেয়ার ঘোষণা আসে।

আর নেতা-কর্মীদেরকে জড়ো করে রেখে খালেদা জিয়া রায় শুনতে যাবেন বলে গণমাধ্যমকর্মীদেরকে জানান বিএনপি নেতারা।

এই পরিস্থিতিতে রায়ের দুইদিন আগে আজ থেকে রাজধানীতে কোনো ধরনের মিছিল সমাবেশ বা জমায়েত নিষিদ্ধ করা হয়। গত কয়েক দিনে সারাদেশে বিএনপির দুই হাজারের বেশি নেতা-কর্মীদেরকে গ্রেপ্তারের অভিযোগ করেছে বিএনপি।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী