বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

খালেদা-সুষমা বৈঠকে

বাংলাদেশে গণতান্ত্রিকভাবেই নির্বাচিত সরকার চায় ভারত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন- একটি গণতান্ত্রিক দেশ সিসেবে ভারত চায় অন্যান্য বিশেষ করে প্রতিবেশী দেশ বাংলাদেশে গণতন্ত্রের চর্চা থাকুক। গণতান্ত্রিকভাবেই এদেশে সরকার নির্বাচিত হোক। একইসঙ্গে নির্বাচন যাতে সুষ্ঠু-নিরপেক্ষ হয়, নির্বাচন কমিশন যাতে তাদের দায়িত্ব পালন করতে পারে, সবদলের অংশগ্রহণে একটি সুষ্ঠু-নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হয়, এটিই তারা (ভারত) অাশা করে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সুষমা স্বরাজ এসব কথা বলেছেন।

রোববার রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সুষমা স্বরাজের সঙ্গে বিএনপির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান দলটির মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান- বাংলাদেশে যে রাজনৈতিক অবস্থা বিরাজ করছে সে সম্পর্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আলোচনা করেছেন। একাদশ নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসন আলোচনা করেছেন। যে সমস্যাগুলো রয়েছে তা তুলে ধরেছেন। পররাষ্ট্রমন্ত্রী এসব সমস্যার কথা শুনেছেন।

মির্জা ফখরুল বলেন- অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে সুষমা স্বরাজের সঙ্গে বেগম খালেদা জিয়ার বৈঠক হয়েছে। আলোচনায় উভয় দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে।

ফখরুল জানান- রোহিঙ্গা ইস্যু নিয়েও তারা আলোচনা করেছেন। তিনি (খালেদা জিয়া) বলেছেন, রোহিঙ্গাদের এই অবস্থার অবসান হতে হবে। তাদের সাময়িক আশ্রয় দেয়া হয়েছে এবং তাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করতে হবে। তাদের নিরাপদ একটি অবস্থা তৈরি করতে হবে।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী একমত হয়েছে এবং বলেছেন আমরাও এটাই চাই। যে রোহিঙ্গারা এদেশে এসেছে তারা নিরাপদ অবস্থায় যাতে দেশে ফিরে যেতে পারে। মিয়ানমার সরকারের ওপর তারা তাদের চাপ অব্যাহত রেখেছেন। গোটা বিশ্ব অব্যাহত রেখেছে। তারা অাশা করে নিরাপদ পরিবেশেই রোহিঙ্গারা ফিরে যেতে সক্ষম হবে।

বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে, সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করেন সুষমা। এছাড়া রাতে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।

সরকারের লোক জড়িত থাকায় প্রশ্নফাঁস বন্ধ হচ্ছে না : রুহুল কবির রিজভী

‘বর্তমানে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় এখন মরণ ব্যাধির নাম প্রশ্নপত্রফাঁস। এটা এখন ক্যান্সারের মতো দুরারোগ্য হয়ে পড়েছে। এর পিছনে সরকারি দলের রাঘব বোয়ালরা জড়িত থাকায় কোনোভাবেই প্রশ্নফাঁস বন্ধ হচ্ছে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রবিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী