মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

খানা-খন্দকে কলারোয়া বলফিল্ড সড়কের পশ্চিম অংশ, জনদুর্ভোগ চরমে

খানা-খন্দকে রূপ নিয়েছে কলারোয়া বলফিল্ড সড়কের পশ্চিম অংশ। ফলে চরমে উঠেছে জনদুর্ভোগ। পৌর শহরের অন্যতম ব্যস্ত সড়ক বলফিল্ড রোড। কলারোয়া মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ ও কেন্দ্রীয় শহিদ মিনার এর পার্শ্বে অবস্থিত জনগুরুত্বপূর্ণ এই সড়কটির পশ্চিম অংশে সৃষ্ট গর্তগুলো এখন খানা-খন্দকে পরিণত হয়েছে।

চলতি বর্ষার পানি প্রতিদিনিই এই গর্তে জমছে এবং পানির চাপে রাস্তা ভেঙে তা বিস্তৃত হচ্ছে। যা যান চলাচলে ব্যাপক বিঘœ ঘটাচ্ছে। সড়কটি এতটাই গুরুত্বপূর্ণ যে যান ও মানুষ চলাচল দিন-রাত কখনই বন্ধ থাকেনা। প্রতিদিনই স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সব ধরেেনর পথচারীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।

কলারোয়া পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই সড়কটির বেহাল দশা যেনো দেখেও কেউ দেখছে না। এছাড়া পৌরসভার অন্যান্য সড়কের একই রূপ বেহাল দশা। কলারোয়া পৌরসভা একটি দ্বিতীয় শ্রেণির পৌরসভা। বর্তমানে উপজেলাব্যাপি সড়ক উন্নয়নে ব্যাপক কাজ চলমান রয়েছে। কিন্তু পৌর এলাকায় সেই ধরনের সড়ক উন্নয়ন চলছেনা বললেই চলে। ভরা বর্ষা মৌসুমে শহিদ মিনার সংলগ্ন সড়কটির এই বড় গর্ত যদি সংস্কার করা না হয়, তাহলে ক্রমেই এই গর্ত গভীর ও বিস্তৃত হয়ে রাস্তাটি ভাঙনে রূপ নেবে। বন্ধ হয়ে পড়বে এই সড়ক চলাচল। কেননা, পণ্যবাহী ভারী ট্রাক ও যানবাহন প্রতিদিনই এই ভাঙন কবলিত সড়কে চলাচল করায় গর্তগুলো আরও বড় ও গভীল হচ্ছে।

এই সড়কের গা ঘেঁষে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ভিতরে গর্তের ময়লা পানি চলে আসছে। ক্রেতাসাধারণ ওই সব ব্যবসা প্রতিষ্ঠানে যেতে হিমশিম খাচ্ছেন। এ অবস্থা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।

এই সড়কের পার্শ্বে অবস্থিত একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের সত্ত্বাধিকারী সাইফুল ইসলাম জানান- রাস্তার গর্তে জমে থাকার পানির কারণে তিনি ব্যবসা প্রতিষ্ঠানের দরজা খুলতেই পারেন না। সব সময় রাস্তার ময়লা পানিতে নোংরা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানটি। এর পাশ্বেং অবস্থিত আরও কয়েকটি কম্পিউটার সেন্টার ও অপটিকাল সেন্টারেরও একই বিরূপ অবস্থা। সবমিলিয়ে প্রতিদিনই দুর্ভোগ চরম আকার ধারণ করছে।

ভুক্তভোগীরা জরুরীভিত্তিতে এইা সড়ক সংস্কারের দাবি জানাচ্ছেন।

এ বিষয়ে আলাপকালে রোববার বিকেলে কলারোয়া পৌরসভার মেয়র আকতারুল ইসলাম জানান- তিনি নিজে এই সড়কটির বেহাল অবস্থা দেখেছেন। ইতোমধ্যে পৌর কর্তৃপক্ষ এটি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। যা দু’একদিনের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা