রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরা

খাটালের অনুমোদন নেই তবু আসছে ভারতীয় গরু; সাথে মাদক!

সাতক্ষীরায় কলোবাজারীদের হাতে বন্দি প্রশাসন, সীমান্তের অধিবাসিরা ভীত-সন্ত্রস্ত,মুখ খুলতে নারাজ, খাটাল বা বিটের অনুমোদন না থাকা সত্বেও বাংলাদেশী গরু রাখালরা জীবনের ঝুঁকি নিয়ে ভারত থেকে গরু আনছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন নামে গরু প্রতি নেয়া হচ্ছে ৭হাজার ৮০০টাকা। বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষের গোচরে আনার পরও অজ্ঞাত কারনে তা থামছে না।

সীমান্ত জেলা সাতক্ষীরা, মোট সীমান্ত ২৩৮ কিলোমিটারের মধ্যে ১৩৮ কিলোমিটার স্থল সীমান্ত। এই দীর্ঘ সীমান্তে ৫টি উপজেলা, থানা ও ২টি বিজিবি কোম্পানী দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই অঞ্চলের বিশেষ কিছু চোরাকারবারী সেন্টিগেটর মাধ্যমে অবৈধ পথে ভারত হতে আসে মাদক,কাপড়,গরু, মটর পার্স, পল্ট্রি মুরগীর বাচ্চা, মাছের রেনু সহ বিভিন্ন প্রকার সেফের মালামাল। তবে এ সকল মালামাল আনা হয় গরু আনার আড়ালে বাংলাদেশী গরু রাখাল দিয়ে।

এই দীর্ঘ সীমান্তে ভারত হতে গরু আনার জন্য কোন খাটালের অনুমোদন নেই, তবে কলারোয়া উপজেলায় ৩টা, সাতক্ষীরায় ১টা, দেবহাটায় ১টা এবং কালীগঞ্জ উপজেলায় ১টা খাটালের আগামী ১৫ই জুলাই পর্যন্ত অস্থায়ী অনুমোদন দেয়া হয়েছে।

দেবহাটা উপজেলায় কোমরপুর ছাড়া আর কোথাও অনুমতি না থাকলেও টাউনশ্রীপুর দিয়ে ছাঈদ গাজীর সেন্টিগেটের মাধ্যমে প্রায় প্রতিদিনই বাংলাদেশী গরু রাখাল দিয়ে নদী সাঁতার দিয়ে ভারত থেকে গরু ও সাথে মাদকসহ অন্যান্ন অবৈধ মালামাল আনা হচ্ছে। আর হাটবার না থাকলেও পারুলিয়া গরুর হাটের পাস দিয়ে গরুগুলি দেশের অভ্যান্তরে চালান করা হচ্ছে। প্রশাসনসহ বিভিন্ন নামে গরু প্রতি নেয়া হচ্ছে ৭হাজার ৮০০টাকা। আর একারণেই হয়তো স্থানীয় প্রশাসন এই সেন্টিগেটের হাতে জিম্মি। সীমান্তের ছাত্র ও যুবসমাজ হয়ে পড়ছে মাদকাসক্ত। তারপরও সীমান্তবর্তী জনগন এই সেন্টিগেটের বিরুদ্ধে মুখ খুলতে ভীত-সন্ত্রস্ত। এভাবেই কয়েক বছরে ভুমিহীন সাঈদ এখন গাড়ী এবং বিলাসবহুল বাড়ির মালিক।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এসকল বিষয় আমার জানা নেই। টাউনশ্রীপুরে বিজিবি আছে এটা তারাই বলতে পারবে।

এ বিষয়ে নীলডুমুর ১৭ ব্যাটালীয়ানের অধিনায়ক ০১৭৬৯৬০৪১৩০ নং মোবাইল ফোনে জানান কোমরপুরের বাহিরে যদি কোন এলাকা দিয়ে গরু আসে তবে তা অবৈধ, তবে প্রায় প্রতিদিনই বাংলাদেশী গরু রাখাল দিয়ে নদী সাঁতার দিয়ে ভারত থেকে গরু ও সাথে মাদকসহ অন্যান্ন অবৈধ মালামাল আনা হচ্ছে টাউনশ্রীপুরের এলাকাবাসি বক্তব্য হলেও আমাদেও এবিষয়ে জানা নেই। আর আমরা গরুসহ অবৈধ মালামাল ধরার জন্য ব্যস্ত আছি এবং তার ব্যবস্থা নিব।

এলাকবাসির অভিযোগ, এসব অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে সাঈদ। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোর দাবী জানিয়েছেন এলাকাবাসি।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা