মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করে রাস্তায় নেমে এসেছেন শিক্ষার্থীরা

কোটা সংস্কারের দাবিতে ঢাকায় অান্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করে রাস্তায় নেমে এসেছেন শিক্ষার্থীরা। দাবি অাদায় না হওয়া পর্যন্ত অন্দোলনকারীরা অনির্দিষ্টকালেরর জন্য ক্লাস বর্জন করারও ঘোষণা দিয়েছে। পাশাপাশি নগরীর ষোলশহরে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা।

সোমবার(৯ এপ্রিল) সকাল ১০টার দিকে বাংলা বিভাগের শিক্ষার্থীরা প্রথম ক্লাস বর্জন করে রাস্তায় নেমে পড়েন। পরে প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একাত্বতা জানিয়ে তাদের সাথে শরিক হন।

শেষ খবর পাওয়া পর্যন্ত সবাই জড়ো হয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শাটল ট্রেন স্টেশনে দিকে যাচ্ছেন। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন বলে অান্দোলনরত কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন।

বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাজু অাহমদ রুপক বাংলানিউজকে বলেন, ‘সকাল ১০টায় স্যারেরা ক্লাস নিতে অাসলে অামরা না করে বের হয়ে যাই। পুরো বিভাগের সবাই একত্রিত হয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে যাই। পরে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও ক্লাস বর্জন করে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অান্দোলনের সমন্বয়ক মো. অারজু বাংলানিউজকে বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অামরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করার ঘোষণা দিয়েছি। সকাল থেকে প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। অামাদের সঙ্গে অনেক শিক্ষকও যোগ দিয়েছেন।’

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহসিন মজুমদার বাংলানিউজকে বলেন, ‘সকালে ছোট ছোট দলে ভাগ হয়ে কয়েকজনকে অান্দোলন করতে দেখেছি। ‘

বিশ্ববিদ্যালয়ের উপ- পরীক্ষা নিয়ন্ত্রক রবিন বাংলানিউজকে বলেন, ‘ এখনও ক্লাস বর্জনের বিষয়টি জানি না। তবে অামি খবর নিয়ে দেখতেছি।’

এদিকে, নগরীর ষোলশহর রেলস্টেশনে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা বিক্ষোভ করছে। এতে অংশ নিয়েছে হাজারো শিক্ষার্থী।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী