বুধবার, নভেম্বর ২০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

কেশবপুরে ১০ লাখ টাকা ব্যয়ে শহীদ মিনার নির্মাণ

যশোরের কেশবপুর পাবলিক ময়দানে ১০ লাখ টাকা ব্যায়ে দৃষ্টিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-এর ঐকান্তিক প্রচেষ্টায় শহিদ মিনারটি নির্মিত হওয়ায় তাঁর প্রতি উপজেলাবাসি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জানা গেছে, উপজেলাবাসির দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক কেশবপুর পাবলিক ময়দানে একটি নান্দনিক কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। জেলা প্ররিষদের অর্থায়নে ১০ লাখ টাকা ব্যায়ে শহিদ মিনারটি নির্মাণের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। শহিদ মিনারটির নির্মাণ কাজের গুণাগত মান ঠিক রাখার জন্য তাঁকে সার্বক্ষণিক সহযোহিতা করেন উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান। ২১ শে ফেব্রুয়ারীর পূর্বে শহিদ মিনারটি নির্মাণ কাজ সমাপ্ত হয়। ২১ ফেব্রুয়ারী দৃষ্টিনন্দন কেশবপুর কেন্দ্রীয় শহিদ মিনারটি উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
তিনি ২১ শের প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক দল, স্কুল, কলেজ, মাদ্রাসা-সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন একে একে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। শহিদ মিনারে সামনে খোলা জয়গা থাকায় এ বছর স্বাচ্ছন্দের সাথে জনগণ শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছেন। শহিদ মিনারটি নান্দনিক হওয়ায় কেশবপুরের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পয়েছে।

কেশবপুর উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা
যশোরের কেশবপুর উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত ২ মার্চ থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে।
যশোর জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী ও সাধারণ সম্পাদক ছালছাবিল আহম্মেদ জিসান স্বাক্ষিরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, যশোর জেলা ছাত্রলীগের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক কেশবপুর উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত ২ মার্চ থেকে ঘোষণা করা হয়েছে।
পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক সম্মেলনের দিন ও তারিখ জানিয়ে দেওয়া হবে।

কেশবপুরে মামুন হত্যা মামলায় গ্রেফতার -১
যশোরের কেশবপুরে রাতের আধারে ১টি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল ও নগদ আড়াই লাখ টাকা ছিনতাই করে আব্দুল্লাহ আল মামুন নামে ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ জামাল নামে ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে।
মামলা সূত্রে জানাগেছে, কেশবপুর উপজেলার হিজালডাঙ্গা গ্রামের সোহরাব মোড়লের পূত্র ব্যাবসায়ী আব্দুল্লাহ আল মামুন (৩৫)কে ২৭ ফেব্রুয়ারী রাত ১০ টার দিকে ছিনতাইকারীরা কুপিয়ে হত্যা করে পৌরসভার সফরাবাদ গ্রামের মৃত সিফাত উল্লাহ মোড়লের পূত্র সিদ্দিকুর রহমানের কচুখেতে পুতে রাখে। ছিনতাইকারীরা মামুনের নিকট থেকে তার ব্যবহৃত একটি ১৫০ সিসি অন টেস্ট পালসার মোটর সাইকেল ও নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এঘটনায় মামুনের পিতা সোহরাব মোড়ল বাদী হয়ে কেশবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার নং- ২০, তারিখ ২৮-০২-২০১৮।
এদিকে ২ মার্চ সকালে থানার এস আই আব্দুর রহমান অভিযান চালিয়ে হত্যামামলার সন্দেহভাজন আসামী উপজেলার মঙ্গলকোট গ্রামের আফাজ আলীর ছেলে জামাল হোসেন (৪০) কে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করেছে।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী