বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলেজ শিক্ষার্থীদের রোবটিক্স প্রতিযোগিতা শুরু ২১ মার্চ থেকে

বাংলাদেশে এই প্রথম আগামী ২১ মার্চ থেকে কলেজ শিক্ষার্থীদের জন্য শুরু হতে যাচ্ছে রোবটিক্স প্রতিযোগিতা। প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন, জাপান দূতাবাস, জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন এবং আইসিটি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় জাপানের এডুকেশন টেকনোলোজি কোম্পানি ভেনচুরাস লিমিটেড।

এ বিষয়ে রাজধানীর কাওরান বাজারে অবস্থিত আরটিভির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন টেকনোলোজি কোম্পানি ভেনচুরাস লিমিটেডের সিইও ইউরিকা ইউডা, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক আবু শাফি এবং আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব।

সংবাদ সম্মেলনে ভেনচুরাস লিমিটেড এর সিইও ইউরিকা ইউডা বলেন, বাংলাদেশের কলেজ শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তি জ্ঞান ছড়িয়ে দেয়ার জন্য আমরা অলাভজনকভাবে এ উদ্যোগটি নিয়েছি। আশা করি শিক্ষার্থীরা এর মাধ্যমে নতুন কিছু শিখতে পারবে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক আবু শাফি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে আসলে রোবটিক্স নিয়ে তেমন জ্ঞান নেই। অথচ বিশ্ববিদ্যালয় পর্যায়ে রোবটিক্স নিয়ে আমরা বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার জিতেছি। কলেজ পর্যায়ে এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের কিশোররা রোবটিক্স সম্পর্কে বেশি আগ্রহী হয়ে উঠবে- এটাই এই অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য।

আয়োজকরা আরও জানান, বাংলাদেশের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসে মার্চের ২১ ও ২২ তারিখে এই রোবটিক্স প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ১১টি কলেজ এতে অংশগ্রহণ করবে। প্রতিটি কলেজ থেকে পাঁচজনের একটি দল মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে এক লাখ টাকা।

দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় ১ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। প্রতিযোগিতার প্রথম দিনে ওয়ার্কশপের আয়োজন করা হবে। এতে থাকবে ক্যারিয়ার সেমিনার, প্যানেল ডিসকাশন ও কোডিং ওয়ার্কশপ। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে মূল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এদিন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন এর বাংলাদেশ প্রধান ডাইসু কে আরাই।

একইদিন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম।

এছাড়া মূল প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে থাকবেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার। আরও থাকবে জাপানের সংগীতদল বাজিনা বিট এর পক্ষ থেকে সংগীত পরিবেশনা। রোবটিক্স প্রতিযোগিতার রিওয়ার্ড পার্টনার হচ্ছে গ্রামীণফোন, মিডিয়া পার্টনার হচ্ছে আরটিভি এবং ডেইলি স্টার, টেকনিক্যাল পার্টনার হচ্ছে ডাটাসফট বাংলাদেশ ও মনস্টার ল্যাব জাপান।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী