রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

পড়ুন কলারোয়ার আরো খবর...

কলারোয়ায় স্যানিটেশন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

কলারোয়ায় বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে টেকসই স্যানিটেশন ব্যবস্থাপনা ও উন্নত স্বাস্থ্যাভ্যাস পরিচর্যা সমন্বিত ওয়াস বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশর অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আমিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

স্বাগত বক্তব্য দেন কলারোয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশর অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মহা: ছারোয়ার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন-উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ, ঢাকা জনস্বাস্থ্য প্রকৌশর অধিদপ্তরের সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মাদ বাবলু আখতার, ঢাকা জনস্বাস্থ্য প্রকৌশর অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (প্রাক্কলনিক) মো. আনোয়ার হোসেন, সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশর অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী অমল কুমার রায় প্রমুখ।

এছাড়া ওই কর্মশালায় ওয়াটসন কমিটি, স্থানীয় সরকার, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষক কর্মকর্তা এবং ওয়াস বিষয়ক সংশ্লিষ্ট সহযোগী সংস্থা সমূহের সমন্বয়ে কর্মশালায় অংশগ্রহন করেন।

উল্লেখ্য-জনস্বাস্থ্য প্রকৌশর অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় স্যানিটেশন প্রকল্প (৩য় পর্যায়) কর্তৃক বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে টেকসই স্যানিটেশন ব্যবস্থাপনা ও উন্নত স্বাস্থ্যাভ্যাস পরিচর্যা সমন্বিত ওয়াস বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কলারোয়া হাসপাতাল মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্স এর জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে হাসপাতাল গেটের পাশে মসজিদটির স্থাপনা কাজের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন মসজিদ নির্মান কমিটির সভাপতি ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.শফিকুল ইসলাম, ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমির অধ্যক্ষ আলহাজ্ব ইউনুস আলী, শেখ আমানুল্লাহ কলেজের শিক্ষক মফিজুল ইসলাম, কলারোয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমীনসহ অন্যান্যরা।
উল্লেখ্য, হাসপাতালের জরাজীর্ণ মসজিদটি ভেঙ্গে নতুন আঙ্গিকে মসজিদ নির্মান করা হচ্ছে।

সোনাবাড়ীয়ায় প্রাক-বাজেট কর্মশালা

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার ও ক্ষমতায়ন প্রকল্পের ইউনিয়ন ভিত্তিক প্রাক-বাজেট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অগ্রগতি সংস্থার আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় প্রাক বাজেট ঘোষণা করেন সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- ইউপি সচিব আব্দুল আজিজ, ইউপি সদস্য নুরুল ইসলাম, রেহেনা পারভীন, কামরুজ্জামান, রফিকুল খান চৌধুরী, হাসানুজ্জামান, পরিমল পাল, অগ্রগতি সংস্থার প্রকল্প সমন্বয়কারী অক্ষয় কুমার সরকার, প্রোগ্রাম অফিসার মোজাহারুল ইসলাম, মনিটরিং অফিসার প্রণব কুমার পাল চৌধরী, প্রোগ্রাম ফ্যাসেলিটিটেটর লতিকা রানী ঘোষ প্রমুখ।

পৌরসভায় পনি সরবরাহ ও স্যানিটেশন কমিটির সভা

কলারোয়া পৌরসভায় পনি সরবরাহ ও স্যানিটেশন (ওয়াটসন)কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ সভাটি অনুষ্ঠিত হয়। পৌরসভার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।
আন্তর্জাতিক বেসকারী উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল এ্যাকশন ও উত্তরণের আয়োজনের ওয়াটসন কমিটির সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- পৌর সভার সহকারী প্রকৌশলী ওজিহুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, প্র্যাকটিক্যাল এ্যাকশনের প্রতিনিধি শাহানাজ পারভীন মিনা, উত্তরণের প্রতিনিধি রাহুল দে, পৌর কাউন্সিলর ফারহানা হোসেন, সন্ধ্যা রানী বর্মন, লুৎফুন নেছা, শেখ জামিল হোসেন, মেজবাহ উদ্দিন লিলু, রফিকুল ইসলাম, আলফাজ উদ্দিন, ইমাদ হোসেন, মফিজুল হক, শিক্ষক মাহফুজুর রহমান মাফুজ, সুরেন্দ্র শেখর সাহা কাজল, ছরোওয়ার্দ্দী, মীর তৌহিদুর রহমান তোহিদ, ইমরুল ইসলাম, জুলফিকার আলী, নাজমুল হোসেন, আল আমিন পমুখ।
উল্লেখ্য-কলারোয়া পৌরসভায় পনি স্যানিটেশন এবং হাইজিন বিষয়ক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন প্রকল্পের কার্যক্রম সঠিক ও ফলপ্রসূভাবে বাস্তবায়নের উপর নিয়ে আলোচনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা