বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

১৫টি শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষার্থী ১৬৮১, অনুপস্থিত ২২

কলারোয়ায় শান্তিপূর্নভাবে শুরু হলো এইচ.এস.সি. ও সমমানের পরীক্ষা

সাতক্ষীরার কলারোয়ায় শান্তিপূর্নভাবে শুরু হলো এইচ.এস.সি. ও সমমানের পরীক্ষা।

রবিবার পরীক্ষার প্রথম দিনে নকলমুক্ত পরিবেশে উপজেলার পৃথক ৪টি কেন্দ্রের ৫টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এইচ.এস.সি. ও সমমান পরীক্ষায় উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৬৮১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২২জন।

পৌরসদরের শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ কেন্দ্রে উপজেলার কাজীরহাট ডিগ্রি কলেজ, সোনাবাড়িয়া সোনারবাংলা ডিগ্রি কলেজ হাবিবুল ইসলাম কলেজ ও বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের এইচ.এস.সি. পরীক্ষায় মোট ২৯১জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। প্রথমদিন বাংলা ১ম পত্রের পরীক্ষা ওই কেন্দ্রে মোট অনুপস্থিত ছিল ৫জন, এর মধ্যে ছাত্র ৩জন ও ছাত্রী ২জন। কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগম। পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়কের দায়িত্বে আছেন প্রভাষক রফিকুল ইসলাম।

অপরদিকে, একই কেন্দ্রের বি.এম. শাখার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কলারোয়া আলিয়া মাদরাসা ভেন্যুতে। সেখানে উপজেলার ধানদিয়া বেগম খালেদা জিয়া কলেজ, ছলিমপুর হাজী নাছিরউদ্দীন কলেজ, বামনখালীর ইঞ্জি.শেখ মুজিবুর রহমান কলেজ, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ ও সোনাবাড়িয়া সোনারবাংলা কলেজ থেকে ২৬৯জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রথমদিনের পরীক্ষায় ওই ভেন্যুতে অনুপস্থিত ছিল ৪জন। সেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন প্রভাষক আলমগীর করিব।

এইচ.এস.সি. পরীক্ষার অপর কেন্দ্র বঙ্গবন্ধু মহিলা কলেজে উপজেলার চন্দনপুর ইউনাইটেড কলেজ, কলারোয়া সরকারি কলেজ ও শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ৬৯৮জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রথমদিনের পরীক্ষায় সেখানে অনুপস্থিত ছিল ৯জন। কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাহবুবুর রহমান।

এইচ.এস.সি.’র অপর কেন্দ্র কলারোয়া সরকারি কলেজে উপজেলার ধানদিয়া বেগম খালেদা জিয়া কলেজ, বঙ্গবন্ধু মহিলা কলেজ, ছলিমপুর হাজি নাছির উদ্দীন কলেজ, বামনখালীর ইঞ্জি.শেখ মুজিবুর রহমান কলেজের ৩১৬জন পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। অনুপস্থিত ছিল ১জন। কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন সহকারী অধ্যাপক ফারুক হোসেন।

আলিম পরীক্ষার একমাত্র কেন্দ্র উপজেলার হামিদপুর সিদ্দিকিয়া সিনিয়র মাদরাসায় হামিদপুর, কাকডাঙ্গা, বুঝতলা ও কলারোয়া আলিয়া মাদরাসার ১০৭জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। প্রথমদিনের কোরআন শিক্ষা পরীক্ষায় সেখানে অনুপস্থিত ছিল ৩জন। কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন অধ্যক্ষ মুজিবুর রহমান।

এদিকে, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ ও হামিদপুর মাদরাসা কেন্দ্র পরিদর্শন করেছেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়। এসময় উপজেল সমবায় অফিসার নওশের আলী, সাংবাদিক ফিরোজ জোয়ার্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা