মঙ্গলবার, মে ৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

অপহরণ নয়

কলারোয়ায় র‌্যাবের হেফাজাতে ৩ ব্যক্তি

মালয়েশিয়ায় ১০ বাংলাদেশিকে অপহরণের পর মুক্তিপণ আদায়কারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা।

গত সোমবার সকালে র‌্যাব-৬ সিপিসি-১ বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন কাটাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন বলে জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের মো. আহসান হাবিব খান(৪৩), রুহুল আমিন খান (৪২) ও পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের বিকাশ এজেন্ট ইমরুল ইসলাম টিটু (২৬)।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ এর সিপিসি ১ কমান্ডার লে. জাহিদুল কবীর এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, চলতি বছেরের গত ৮ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি কোম্পানির ৬ কর্মীসহ বাংলাদেশের বিভিন্ন জেলার মোট ১০ যুবক কাজ করতে মালয়েশিয়ায় নিয়ে যান। পরে তারা কুয়ালালামপুর বিমানবন্দর পৌঁছলে বিমান বন্দরের বাইরে অপেক্ষমাণ কতিপয় বাংলাভাষী ব্যক্তি এগিয়ে এসে তাদের সাথে পরিচিত হয়ে কুশলাদি জিজ্ঞেস করে।
সদ্য সেখানে যাওয়া ১০ যুবক কুয়ালালামপুর বাংলা মার্কেট যাবার ইচ্ছা পোষণ করে। জনপ্রতি ১০ রিঙ্গিত ভাড়ার বিনিময়ে অভ্যর্থনাকারীরা কুয়ালালামপুরে নবাগত ব্যক্তিদেরকে গাড়িতে করে বাংলা মার্কেট নিয়ে যাবার প্রস্তাব দিলে তারা স্বদেশী লোক দেখে স্বাচ্ছন্দে তাদের গাড়িতে উঠে বসেন।
এরপর অভ্যর্থনাকারীরা ১০ জনকে মাইক্রোবাসে নিয়ে কুয়ালালামপুর শহরের বিভিন্ন এলাকা ঘুরিয়ে অজ্ঞাত স্থানে একটি ঘরে নিয়ে আটক করে রাখে।

পরবর্তী সময়ে অপহরণকারীরা অপহৃতদের কাছ থেকে বাংলাদেশে তাদের অভিভাবকদের ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করে এবং মুক্তিপণ হিসেবে ৩০ লাখ টাকা দাবি করে। অভিভাবকরা দিশেহারা হয়ে ভিকটিমদের উদ্ধারে বাংলাদেশে অবস্থানরত অপহরণকারী চক্রের অন্যান্য সহায়তাকারীদের সাথে যোগাযোগ করে। তারা বিকাশ ও রকেট (ডাচ বাংলা ব্যাংকের) মাধ্যমে বিভিন্ন সময়ে মুক্তিপণের ২৪লাখ ১৮ হাজার ৫শ’ টাকা দিয়ে অপহৃত ৮ ব্যক্তিকে মালয়েশিয়ায় আটকাবস্থা থেকে মুক্ত করে।

পরবর্তী সময়ে ভিকটিমদের পরিবার তাদের বিমান ভাড়া দিয়ে দেশে ফেরত আনে।

অন্যদিকে মুক্তিপণের পুরো টাকা প্রদান না করায় অপহরণকারীরা বাকি ২জনকে মালয়েশিয়ায় আটক করে রাখে। সেই থেকে আটক ২ ব্যক্তি নিখোঁজ রয়েছে।

এদিকে, দেশে ফিরে আসা ৮জনের অভিভাবক এই অপরাধী চক্রের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা কামনা করে দরখাস্ত করেন। এরই পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ায় অপহৃত ইমরান হোসেন সরদারের পিতা আজগর আলী সরদার র‌্যাব সদর দপ্তর ঢাকায় অভিযোগ করেন এবং মুক্তিপণের টাকা ও অপহৃত ২জনকে উদ্ধারে সহায়তা কামনা করেন।

এই অভিযোগের ভিত্তিতে সিপিসি-১, র‌্যাব-৬ খুলনার একটি গোয়েন্দা দল অনুসন্ধানকালে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন বিকাশ এজেন্ট ইমরুল ইসলাম টিটুকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে। জিজ্ঞাসাবাদকালে তার এজেন্ট নাম্বারে অস্বাভাবিক অর্থ লেনদেনের বিষয়টি র‌্যাবের নজরে আসে। তাকে জিজ্ঞাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশে অবস্থানরত অপহরণকারী চক্রের অন্যান্য সহায়তাকারীদের সম্পর্কে খোঁজ-খবর নেয়া হয়।
বিকাশ এজেন্ট ইমরুল ইসলাম টিটু র‌্যাবের গোয়েন্দা দলের মুক্তিপণের টাকা অনুসন্ধানের বিষয়টি অপহরণকারী চক্রের অন্যান্য সদস্যদের জানিয়ে দেয় এবং সে সহ মুক্তিপণ আদায় চক্রের অন্য সদস্যরা আত্মগোপন করে।

পরবর্তী সময়ে অপহরণকারীদের মোবাইল ট্রাকিং ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান পরিচালনা করে আটক করতে সক্ষম হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা