বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় মাসিক মিটিং-এর বিষয়টি সংবাদকর্মীদের না জানানোয় মিশ্র প্রতিক্রিয়া

কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক দু’টি মাসিক আইন শৃঙ্খলা মিটিং ও এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এই দু’টি মিটিং প্রেসক্লাব/রিপোর্টাস ক্লাবসহ কোন কর্মরত সাংবাদিকদের না জানানোয় কর্মরত সাংবাদিকরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এমনকি ওই মাসিক সভায় উপস্থিতি দেখা যায়নি পৌরসভার মেয়রসহ কোন কাউন্সিলরগনকে।

সোমবার বেলা ১০টার দিকে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নিবার্হী কর্মকর্তা মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক মাসিক আইন শৃঙ্খলা মিটিং চলাকালে উপস্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, থানার পরিদর্শক (তদন্ত), বিজিবির বিভিন্ন ক্যাম্প সুবেদারসহ, বিভিন্ন ইউপির চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

ওই সভায় সংবাদকর্মীদের থাকার রীতি থাকলেও তাদের জানানো হয়নি। এমনকি পৌর মেয়র বা তার কোন প্রতিনিধিকে মাসিক সভায় দেখা যায় না। আবার অনেক অনুষ্ঠানে পৌরসভার মেয়রকে দাওয়াত দেওয়া-ই হয় না।- এমনই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সচেতন মহল।

সংবাদকর্মীরা মাসিক আইন শৃঙ্খলা মিটিং শেষে বিষয়টি জানতে পারেন। মিটিংয়ের বিষয়ে উপজেলা নিবার্হী অফিসের অফিস সহকারী বেনজির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন- প্রেসক্লাব/রিপোর্টার ক্লাবসহ কর্মরত কোন সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন না বা কর্মরত কাউকে দাওয়াত জানানো হয়নি। এমনকি অনুষ্ঠানের খবর প্রচার করার দরকার নেই বলে জানান নিবার্হী অফিস কর্মকর্তার সহকারী বেনজির হোসেন।

খোঁজ নিয়ে জানা যায় গুরুত্বপূর্ন আইন শৃঙ্খলা মিটিং চলাকালে উপজেলা কয়েকটি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানকে মিটিং এর দাওয়াত জানানো হয়নি বলে নাম প্রকাশ না করে শর্তে এক ইউপি চেয়ারম্যান বলেন। তারা এসেছিল উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলতে। এসে দেখেন উপজেলা অডিটোরিয়ামে মাসিক আইন শৃঙ্খলা মিটিং চলছে। কিন্তু চেয়ারম্যানরা সেটা না জেনে মিটিংয়ে উপস্থিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা মিটিং চলছে বলে কথা।

কিছুক্ষণ পর সেখানে কর্মরত সাংবাদিকরা হাজির হয়ে দেখেন আইন শৃঙ্খলা মিটিং প্রায় শেষ পর্যায়ে অথচ ওই জনপ্রতিনিধিরা কেউ জানে না যে আজকের আইন শৃঙ্খলা মিটিং হবে। উপজেলা প্রশাসনের এমন গাফিলতির কারণে জনপ্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের কাছে আক্ষ্যেপও করেন। বলেন বিষয়টি দুঃখজনকও।
আইন শৃঙ্খলা মিটিং শেষে উপজেলা অফিসে সহকারি বেনজির হোসেনের কাছে সাংবাদিকরা তথ্যের জন্য যোগাযোগ করলে তিনি বলেন- এখন ব্যস্ত আছি, কোন তথ্য দিতে পারবো না। তাহলে মিটিংয়ের খবর আমরা কি লিখবো সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বেনজির বলেন- আপনাদের কোন খবর প্রচার করার দরকার নেই। যদি খবর লেখার দরকার থাকে তাহলে (টিএনও) স্যারের কাছ থেকে তথ্য সংগ্রহ করে লিখবেন।

এদিকে বেলা ১২টার সময় মাসিক এনজিও সমন্বয় সভায় মিটিংয়েও একই জানানো হয়নি মিডিয়াকর্মীদের। যোগাযোগ করা হলে অগ্রগতির সংস্থার নূরুল আমিন খান বলেন- তারা কোন সাংবাদিকদের দাওয়াত দেয়নি।

জানা গেছে- এনজিও সমন্বয় মিটিংটি আয়োজন করেন অগ্রগতি সংস্থা। তারা মিটিংয়ে আমন্ত্রিত অতিথিকে দুপুরের নাস্তা ও ভাতা বাবদ ২৫০ টাকার একটি হলুদ খামে দেন। এমনকি উপজেলার সকল দফতরের কর্মকর্তারা মিটিংয়ে হাজির হয়ে রেজুলেশন খাতায় লোক দেখানো স্বাক্ষর করে চলে যান বলে জানা গেছে।
তাছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়নার উপস্থিতিতে রেজুলেশন খাতায় স্বাক্ষর করিয়ে হলুদ খামের ভাতার ২৫০টাকা না দিয়ে অগ্রগতি সংস্থার কর্মকর্তা নূরুল আমিন সেটা আত্মসাত করে নেন বলে অভিযোগ করেন ভাইস চেয়ারম্যান কার্যালয়ের অফিস সহকারী।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা