বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় ফেনসিডিল বহনকালে গুলি বর্ষণের মামলায় এক ব্যক্তি আটক

জুলফিকার আলী, কলারোয়া : কলারোয়ায় ফেনসিডিল বহনকালে গুলি বর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় এক আসামিকে পুলিশ আটক করেছে।

রোববার কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান- গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আযম মাহমুদ পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রোববার ভোর রাতে উপজেলার চন্দনপুর গ্রামের কিনু মন্ডলের ছেলে সুকচান (৪৫)কে তার বাড়ী থেকে আটক করে।

আটক সুকচান অস্ত্র মামলার আসামী।

সে গত ১৪ এপ্রিল ভোররাতে চন্দনপুর গ্রামের ভিতর দিয়ে ফেনসিডিল বহন করে নিয়ে যাওয়ার সময় অপর একটি গ্রুপ তার গতিরোধ করে। এসময় ওই ফেনসিডিলের মালিক তার কাছে থাকা একটি অস্ত্র দিয়ে পর পর ৩ রাউন্ড গুলি বর্ষণ করে ফেনসিডিল নিয়ে পালিয়ে যায়।
এঘটনার পর দিন সকালে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।

এ বিষয়ে কলারোয়া থানায় থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা [নং-৩৩(৪)১৭] দায়ের করে।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আযম মাহমুদ পিপিএম কৌশল খাটিয়ে মোবাইল ফোনের কললিস্টের মাধ্যমে আসামী সুকচানকে আটক করতে সক্ষম হয়।

পরে আসামীকে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়।

আদালতে ম্যাজিস্ট্রেট এর সামনে আসামী সুকচান এ ঘটনার মুল আসামীসহ গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য- গত ১৪ এপ্রিল শুক্রবার ভোররাতে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়ার আইয়ুবের ভাটার মোড়ে গুলি বর্ষণের ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানায়, ভোররাতে সীমান্ত থেকে দুটি মোটরসাইকেলে করে দুই বস্তা ফেনসিডিল নিয়ে কলারোয়া উপজেলা সদরে যাচ্ছিল চন্দনপুরের আব্দুল্লাহ, সুখচান, ইশারুলসহ চার ব্যক্তি।
চোরাকারবারীরা গয়ড়ার আইয়ুবের ভাটার মোড়ে পৌছুলে তাদের গতিরোধ করে চিহ্নিত আরেক মাদক ব্যবসায়ী একই ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের আক্তারুল ইসলাম নামে এক ব্যক্তি। কথা কাটাকাটির এক পর্যায়ে আক্তারুলকে লক্ষ করে তিন রাউন্ড গুলি বর্ষণ করে পালিয়ে যায় মাদক চোরাকারবারীরা। তবে, গুলি লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

পরে সকালে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ২রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।

এ ঘটনায় কলারোয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা