মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ফায়ার সার্ভিস স্টেশন'র দাবী

কলারোয়ায় পাটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ড।। ২০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন

কলারোয়ায় পাটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগিরা দাবি করেছেন।
রবিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলা সদরের পার্শ্ববর্তী শ্রীপতিপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মফিজুল ইসলামের পাটের গুদামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় প্রায় সাড়ে ৩ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র জানায়- শ্রীপতিপুর গ্রামের আলহাজ্ব আমিরুল ইসলাম ধাবকের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মফিজুল ইসলামের পাটের গুদামে রবিবার দিবাগত রাত ১টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল নষ্ট হয়েছে। গোডাউনে পাট ছাড়াও ফিসফিড ছিলো। মুহুর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের পাশাপাশি অগ্নিকান্ডের খবর পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সাহায্য করে। খবর পেয়ে রাত ২টার দিকে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি দল প্রায় দু’ঘন্টা চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ঘটনাস্থল যেয়ে দেখা যায়- বিপুল সংখ্যক গ্রামবাসী সর্বশক্তি দিয়ে আগুন নিভানোর কাজে সহযোগিতা করছে।
আগুনের উৎস সম্পর্কে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুর রহমান জানান- ‘এটি তদন্ত সাপেক্ষ বলা যাবে।’
তিনি বলেন- ‘ধন্যবাদ জানাই কলারোয়া থানা পুলিশকে ও গ্রামবাসী বীর জনতাকে ও ফায়ার সার্ভিসের সদস্যদের।’

এদিকে, যদি অগ্নিনির্বাপক দল দ্রুত আসতে পারতো তাহলে ক্ষতির পরিমাণ হয়তো কিছুটা হলেও কম হতো বলে স্থানীয়রা অভিমত পোষণ করেন। তাই কলারোয়াতে জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস স্টেশন চালু করা সময়ের দাবিতে পরিণত হয়েছে।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান মেসার্স মা-মনি ট্রের্ডাসের মালিক মফিজুল ইসলাম সোমবার দুপুরে সাংবাদিকদের জানান- ‘রাত পৌনে ১টার দিকে পাটের গুদামে আগুন লাগে। পরে আগুন দেখে গ্রামবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে থানা পুলিশ ও সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলেন।’
তিনি আরও জানান- তার পাটের গুদামে পাট ছাড়াও সার, পোল্ট্রি ও মৎস্য ফিড বেচাকেনা হতো। সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।’

কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ সাংবাদিকদের কাছে ঘটনাটি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা