মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা: ফুটবলে চাম্পিয়ন সোনাবাড়ীয়া হাইস্কুল

কলারোয়ায় ৪৬ তম জাতীয় গ্রীষ্মকালীন স্কুল ও মাদরাসার ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার ৫টি জোনের ফুটবলে শেষ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৪টায় কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ফাইনালে খেলায় অংশ গ্রহন করেন কলারোয়া পাইলট হাইস্কুল ও কলারোয়া সোনাবাড়ীয়া সম্মিলিত হাইস্কুল মধ্যকার খেলা অনুষ্ঠিত।

খেলায় নিধারিত সময়ের মধ্যে কোন দল গোল করতে না পারায়, পরবর্তীতে ট্রাইব্রেকারের মাধ্যমে উভয় দল প্রথমে ৫টি করে বল খেলে কিন্তু উভয়ের ৩টি করে গোল দেওয়ায় খেলাটি অমিমাংসিত থেকে যায়। আবারও ট্রাইবেকারে মাধ্যমে প্রত্যেক দল থেকে ৬টি করে বল গোলে মারে। তাতেও কোন জয়-পরাজয় হয় না। সর্বশেষ ট্রাইবেকারে ১টি করে বল খেলে কলারোয়া সোনাবাড়ীয়া হাইস্কুল ৪(১১)- ৩(১১) গোলে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলকে পরাজিত করে কলারোয়া উপজেলা ফুটবলে জোন পর্যায়ে চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

অপরদিকে, মহিলা ফুটবলে কলারোয়া কয়লা হাইস্কুল চাম্পিয়ন হওযার গৌরব লাভ করে।

এছাড়া উপজেলা পর্যায়ে সকল প্রকার খেলাধুলার শেষ হয়।
খেলাগুলো হলো- হ্যান্ডবল, কাবাডি, ভলিবল, সাতাঁর ইত্যাদি খেলা শেষ হয়।

উল্লেখ্য- কলারোয়া উপজেলার ৪টি জোনের মধ্যে যারা উপজেলা চাম্পিয়ন হয়েছে তারা জেলা পর্যায়ে খেলায় অংশ গ্রহন করবে। আগামি ১/০৮/১৭ তারিখে সাতক্ষীরা জেলা ফুটবল মাঠে কলারোয়া সোনাবাড়ীয়া বনাম তালা কুমারিয়া হাইস্কুল মধ্যেকার খেলায় অনুষ্ঠিত হবে।

চাম্পিয়ন দলের সাথে ৪টি জোনের চাম্পিয়ন দলের মধ্যকার খেলা অনষ্ঠিত হবে।

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদের সভাপতিত্বে পুরষ্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়।

এছাড়া মঞ্চে বসে খেলাগুলো উপভোগ করেন কলারোয়া উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার তাপস কুমার, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কপাই সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক রুহুল আমিন, আব্দুর রকিব, প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, কামরুল ইসলাম, প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জমান চান্দু, সিরাজ, রেজাউল করিম লাভলু ,সাজু হাওলাদার, দীলিপ কুমার ফুটবলার সাঈদ আলী, শিক্ষিকা মাহফুজা খানম, আব্দুল মান্নান ,আ. গফুর, আমিরুল ইসলাম, আহসান হাবীব, আ. জাফর প্রমুখ।

এছাড়া বিভিন্ন স্কুলের ছাত্ররা ও সাধারণ দর্শক খেলাটি উপভোগ করেন।

খেলাগুলো পরিচালনা করেন ফারুক হোসেন স্বপন, মাসুদ পারভেজ মিলন, নিয়াজ আহম্মদ খান, আ. গফুর।

খেলাটিতে ধারা বর্ণনায় ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, শেখ শাহাজান আলী শাহীন ও জাহাঙ্গীর হোসেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা