রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে স্বামী আটক

কলারোয়ায় বিয়ে করা প্রথম স্ত্রী-সন্তানের কথা গোপন রেখে পরক্রিয়ার মাধ্যমে দ্বিতীয় বিয়ে করে সেই স্ত্রী’র অন্তরঙ্গ গোপন ভিডিও ভাইরাল করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার চেষ্টার অভিযোগে লম্পট স্বামীকে আটক করেছেন কলারোয়া থানা পুলিশ।

দ্বিতীয় স্ত্রী প্রতারনার শিকার হয়ে লম্পট স্বামী বিল্লাল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে কলারোয়া থানায় একটি অভিযোগ দেন।
পরে থানা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করে সত্যতা পেয়ে বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বয়ারডাঙ্গা গ্রাম থেকে বিল্লাল হোসেন (২৭)কে আটক করে।
সে ওই গ্রামের কামরুল গাজীর একাধিক বিয়ে পাগল ছেলে।

জানা গেছে- যশোর জেলার শার্শা উপজোলার ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামের আরশাদ আলীর মেয়ে (২৩) এর সাথে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গা গ্রামের কামরুল গাজীর ছেলে বিল্লাল হোসেনের গত ১ বছর আগে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়। বিয়ের এক মাস পর থেকে স্বামী বিল্লাল দ্বিতীয় স্ত্রীকে ঢাকায় নিয়ে গিয়ে গার্মেন্টস ফ্যাক্টারীতে চাকরি ধরিয়ে দেয় আর স্বামী অন্যত্রে সেলুনের কাজ করতে থাকে।
সপ্তাহে ছুটি ছাড়া দিনে তারা আলাদা কর্ম করলেও রাতে এক সাথেই থাকেন। তার দেড় মাস পর চাকরি ছেড়ে দিয়ে স্বামী-স্ত্রী বাড়ী চলে আসে। এর মধ্যে বেতনের কিছু টাকা স্বামীকে দিয়ে আর বাড়ী থেকে কিছু টাকা নিয়ে স্বামীকে নতুন মোবাইল ফোন কিনে দেয় দ্বিতীয় স্ত্রী।

ঢাকায় দেড় মাস চাকরি করার সুবাদে স্বামী-স্ত্রী শারীরিক সম্পর্কে লিপ্ত থাকা অবস্থায় স্ত্রীর অজান্তেই গোপনে সেই অন্তরঙ্গ দৃশ্য ভিডিও ধারণ করে বিল্লাল গাজী। বিল্লাল কিছু দিন পরে স্ত্রীকে নিজের বাড়ীতে না রেখে তার মায়ের কাছে রেখে ফের ঢাকায় চলে যায়।

এর আগে প্রথম স্ত্রী আসমা খাতুন রামভদ্রপুর গ্রামের নানার বাড়ীতে থাকেন এবং তাদের আড়াই বছরের একটি মেয়ে আছে বলে জানতে পারে দ্বিতীয় স্ত্রী।
এ বিষয় নিয়ে স্বামী বিল্লালের কাছে প্রথম স্ত্রী-সন্তানের কথা জানতে চাইলে প্রথমে অস্বীকার করলেও পরে তা স্বীকার করে। পরে দ্বিতীয় স্ত্রীর বিয়ের কথা অস্বীকার করে ঢাকায় থাকা অবস্থায় গোপনে অন্তরঙ্গ ভিডিও ধারণ করার বিষয়টি জানান লম্পট স্বামী।

স্ত্রীর উপর এমন মানসিকতা অত্যাচারে দিন দিন বেড়ে যায় স্বামী বিল্লালের। দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করেছেন বিল্লাল এবং তিন মাসের অন্তস্বত্ব স্ত্রীর সাথে ঘটে যাওয়া ঘটনা কাউকে জানাতে নিষেধ করে। যদি জানানো হয় তাহলে গোপনে ধারণ করা অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। স্ত্রীর অধিকার আদায়ের জন্য লম্পট স্বামীর এমন জঘন্য আচারণ স্ত্রী তাকে বুঝাতে থাকলে তাতে স্বামী ক্ষিপ্ত হয়ে গোপনে ধারণ করা অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গয়ড়া বাজার থেকে ছড়িয়ে দেয়ার চেষ্টা করে।

স্বামী-স্ত্রীর সেই অন্তরঙ্গ ভিডিও স্থানীয় লোকজন দেখে ওই নারীকে অবগত করে।

পরে ওই নারী বাদী হয়ে প্রতারনার অভিযোগ এনে কলারোয়া থানায় স্বামী ও সতিন কে আসামী করে একটি এজাহার দায়ের করেন।

উল্লেখ্য- লম্পট বিল্লাল উপজেলার দক্ষিণ সোনাবাড়ীয়া গ্রামের ইউনুছ আলী মেয়ে আসমা খাতুন (২৬) এর সাথে বিগত ৫ বছর আগে বিয় হয়। তার একটি সন্তানও রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা