শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় আ.লীগের দুু-গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ৮, সাংগঠনিক সম্পাদকসহ ৬জন আটক

সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া, বাটরা, পাঁচপোতা এলাকায় আওয়ামীলীগের দুু-গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের পৃৃথক হামলায় নারীসহ ৮ব্যক্তি আহত হয়েছে। আহতদের কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দু-গ্রুপের সংঘর্ষের ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৬জনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামে, ৮টার দিকে বাটরা গ্রামে ও ৯টার দিকে পাঁচপোতা গ্রামে পৃথক এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলো- লাঙ্গলঝাড়া গ্রামের মানিক সরদারের দুই ছেলে মোমরেজ (৪৬) ও মুসা করিম (২২), একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে হারুন (৪৮) ও তার চাচাতো ভাই মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল মান্নান (৩৬), বাটরা গ্রামের মোল্লাহ পাড়ার মৃত মাজেদ মোল্লার ছেলে গোলাম রব্বানী (৪২), সরদার পাড়ার মৃৃত মুক্তিযোদ্ধা আফসার সরদারের ছেলে আব্দুস সামাদ (৩৮), পাঁচপোতা গ্রামের হারান সরদারের ছেলে শহিদুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী জাহানারা খাতুন (৩০)।

উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের বাটরা গ্রামের সংঘর্ষের ঘটনায় উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আমজাদ হোসেনসহ দুু-গ্রুপের ৬ জন আ.লীগ নেতাকে আটক করেছে পুলিশ। অপর আটককৃতরা হলো- আ.লীগ নেতা আব্দুস গফ্ফার, আব্দুল হামিদ, আব্দুল মালেক, মোখলেছুর রহমান ও আব্দুুস ছাত্তার।

হাসপাতালে আহত ব্যক্তি লাঙ্গলঝাড়া গ্রামের মোমরেজ জানান- শুক্রবার বিকালে লাঙ্গলঝাড়া কামারপাড়ার মাঠে ফয়সাল ও হাসানের নেতৃত্বে জুনিয়র ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। ক্রিকেট খেলায় হাসানের দল জয়ী হয়। ওই দিন সন্ধ্যায় মাঠের পাশের একটি পুকুরে গোসল করতে নেমে উভয় দলের সহকর্মীরা হাসান ও ফয়সালের সাথে পানিতে কথা কাটাকাটি করে। কথা কাটাকাটির এক পর্যায়ে ফয়সাল হাসানকে পুকুরের পানির নিচে মাথা চেপে ধরে হাসানকে শায়েস্তা করার চেষ্টা করে। এসময় হাসানের সহকর্মীরা পানি থেকে তাকে উদ্ধার করে। এরই জের ধরে শনিবার রাতে তারাবির নামাজের পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে মোমরেজ, মুসা করিম, হারুন, মান্নান আহত হয়। তারা সকলেই আ.লীগের কর্মী-সমর্থক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা প্রধান শিক্ষক নুরুল ইসলামের অনুসারী বলে স্থানীয়রা জানায়।

অপরদিকে শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাটরা সানাপাড়ায় ওয়াজ মাহফিলকে ঘিরে এক শালিসি বৈঠকের মিমাংসিত বিষয়কে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গোলাম রব্বানী, আব্দুস সামাদ আহত হয়।

এছাড়া একই রাতে পাঁচপোতা গ্রামে ঘর তৈরিকে কেন্দ্র্র করে দু-পক্ষের মধ্যে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের হামলায় শহিদুুল ও তার স্ত্রী জাহানারা আহত হয়।

এসকল সংঘর্ষে আহতদের কলারোয়া হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

এদিকে, সংঘর্ষের ঘটনায় আটকদের রোববার সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয় বলে থানা সূত্র জানায়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা