বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বিএনপি মহাসচিবের শোকবার্তা

কলারোয়ার সদ্য প্রয়াত বজলুল করিমের শয্যাপাশে সাবেক এমপি হাবিব

চিকিৎসাধীন অবস্থায় কলারোয়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাস্টার বজলুল করিমের মৃত্যুর খবর শুনে রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। ২৫ ডিসেম্বর সোমবার দুপুরের দিকে বজলুল করিম সেখানে মারা যান।
এসময় হাবিবুল ইসলাম হাবিব তাঁর রাজনৈতিক সহযোদ্ধার মৃত্যুতে ভেঙ্গে পড়েন। তিনি নিরবে অনেকক্ষণ মরহুমের মরদেহের পাশে দাড়িয়ে ছিলেন। শোকে মুহ্যমান হাবিবুল ইসলাম হাবিব গভীর শোক প্রকাশ করেন বজলুল করিমের মৃত্যুতে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।
পরে বিকেলে ঢাকার শ্যামলীতে অনুষ্ঠিত মরহুম বজলুল করিমের প্রথম নামাজে জানাজায় অংশ নেন হাবিবুল ইসলাম হাবিব। জানাজার পরে কলারোয়ার উদ্দেশ্যে আসা মরদেহবাহী গাড়িকে তিনি নিজ হাতে বিদায় জানান সেখান থেকে।

সেখানে অনুষ্ঠিত জানাজা নামাজে অন্যদের মধ্যে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা.শহিদুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমুতুল্লাহ পলাশ প্রমুখ।

উল্লেখ্য, রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ডিসেম্বর সোমবার দুপুরের দিকে ৭০বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে ও ১কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ২য় ও দুপুরের দিকে বামনখালী হাইস্কুল মাঠে ৩য় নামাজে জানাজা শেষে মরহুমকে কলারোয়ার যুগিখালী ইউনিয়নের গোছমারা গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোকবার্তা

কলারোয়া উপজেলা ও থানা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, যুগিখালী ইউনিয়নের ৪বারের সাবেক চেয়ারম্যান ও বামনখালী হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বজলুল করিমের মৃত্যুতে গভীর শোক ও দূ:খ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্যাডে দলটির সহ.দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত ২৫ ডিসেম্বর এক শোকবার্তা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন- ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী মরহুম বজলুল করিম কলারোয়া পৌর বিএনপিকে মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করে গেছেন। জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। শিক্ষক হিসেবেও তিনি এলাকার মানুষের নিকট ছিলেন একজন অতিপরিচিত মানুষ। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে তার সাহসী ভূমিকা এলাকার নেতাকর্মীদের নিকট চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যাথিত হয়েছি। মহান রাব্বুল আলআমীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম বজলুল করিমকে বেহেস্ত নসীব করুক।’

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম বজলুল করিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর এক শোকবার্তায় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব কলারোয়া উপজেলা ও থানা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, যুগিখালী ইউনিয়নের ৪বারের সাবেক চেয়ারম্যান ও বামনখালী হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বজলুল করিমের মৃত্যুতে গভীর শোক ও দূ:খ প্রকাশ করে বলেন- ‘কলারোয়া পৌর বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে মরহুম বজলুল করিম যেভাবে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন তা এলাকা নেতাকর্মীদের নিকট অনুপ্রেরণা হয়ে থাকবে।’

হাবিবুল ইসলাম হাবিব শোকবার্তায় মরহুম বজলুল করিমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক বিহবল পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

চিরনিদ্রায় শায়িত হলেন কলারোয়ার সর্বজন শ্রদ্ধেয় বজলুল করিম স্যার

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী