রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ার মুরারীকাটি পালপাড়ায় ৭১’র গণহত্যা দিবস পালন

কলারোয়ার পালপাড়ায় গণহত্যা দিবস উদযাপন উপলক্ষ্যে ভাগবত আলোচনা সভা ও বদ্ধভূমিতে আলোক প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে কলারোয়া পৌরসভার উত্তর মুরারীকাটি পালপাড়া বদ্ধভূমি প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পালপাড়া শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে অনুষ্ঠিত অনুষ্ঠানে ভাগবত আলোচনা করেন যশোরের কেশবপুরের দেবালয় ট্রাস্ট ও সচিবালয় স্পোর্টিং ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার শ্যামল সরকার।

পালপাড়ার টালি ব্যবসায়ী সমিতির সভাপতি গোষ্ঠ চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক শশী ভূষন পাল, গণহত্যার প্রত্যক্ষদর্শী আহত ত্রৈলক্ষ পাল, কুশি পাল, শিবুপদ পাল, পালপাড়ার টালি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হরেন্দ্র নাথ পাল ময়না, প্রশান্ত কুমার, প্রদীপ পাল, দিলিপ পাল, রীনা রাণী পাল প্রমুখ।
সন্ধ্যায় পালপাড়া বদ্ধভূমির শহীদদের গণকবরে আলোক প্রজ্জ্বলন করা হয়। এর আগে সেখানে পুষ্পমাল্য অর্পণ করে স্বাধীনতার দোসররা ১৯৭১সালের ২৯এপ্রিল ওই স্থানে পালপাড়ার ৯জন সনাতন ধর্মাবলম্বীসহ ১১জনকে নৃশংস ভাবে হত্যা করে বলে জানা যায়।

স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান-১৯৭১ সালের ২৯ এপ্রিল দুপুর আড়াইটার দিকে হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা কলারোয়ার উত্তর মুরারীকাটি গ্রামের কুমারপাড়ায় পৈশাচিক হত্যাযজ্ঞ চালায়। তখন পালপাড়ার অনেকে দুপুরের খাওয়া শেষ করেছেন। কেউবা বসেছেন খেতে। ঠিক এমন সময় অতর্কিত হামলা চালিয়ে নির্বিচারে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয় গ্রামবাসীকে। গুলিতে ও বেয়নেটের আঘাতে জর্জরিত প্রাণহীন দেহগুলো লুটিয়ে পড়ে মাটিতে। পড়ে থাকে দুপুরের সেই খাবার।

সেদিন পাকিস্তানি বাহিনীর নির্মম-নারকীয় গণহত্যার শিকার হন পালপাড়ার বৈদ্যনাথ পাল (৪৫), নিতাই পাল (৪০), গোপাল পাল (৪২), সতীশ পাল (৪৫), রাম চন্দ্র পাল (৪০), বিমল পাল (৪২), রঞ্জন পাল (৪০), অনিল পাল (৪৫) ও রামপদ পাল (৪২)। সেখানে বেয়নেটবিদ্ধ হয়েও জীবিত ছিলেন-শিবু পাল, ত্রৈলক্ষন পাল ও কুশি পাল। একই দিন সকালে কলারোয়ার মাহমুদপুর গ্রামের আওয়ামীলীগ নেতা আফছার আলী (৪৮) হানাদার বাহিনীর হাতে প্রথম শহীদ হন। পরে পালপাড়ার শহীদদের স্মরণে গড়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ।

এদিকে- প্রতি বছর ২৯ এপ্রিল শহীদদের সন্তান, স্বজন ও সতীর্থরা বিদেহী আত্মার মঙ্গল কামনা করে এখানে পালন করেন ১৬ প্রহরব্যাপী অখন্ড মহানাম সংকীর্ত্তন ও বিভিন্ন মঙ্গলাচার ও মহানাম সংকীর্তন অনুষ্ঠান। বছর ঘুরে ২৯ এপ্রিল এলেই পালাপাড়ার স্বজনহারা পরিবারগুলো একাত্তরের সেই গণহত্যার স্মৃতিচারণায় নীরবে ফেলেন চোখের জল। আপন স্মৃতির পাতায় খুঁজতে থাকেন হারিয়ে ফেলা প্রিয়জনদের সেই প্রিয় মুখগুলো। এই দিনটির ভয়াবহতা স্মরণ করে আজও তাঁরা শিউরে ওঠেন। ৪দিন ব্যাপী এই মহানাম সংকীর্ত্তণ পরিবেশন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা