মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ার কাকডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টে ধুলিয়া চ্যাম্পিয়ন

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গায় ৮দলীয় সজিব ওয়াজেদ জয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরার আগরদাড়ি সবুজ সংঘকে ২-১ গোলে হারিয়ে ধুলিয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার বিকালে কাকডাঙ্গা প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধের ২৪ মিনিটে ধুলিয়া ফুটবল একাদশের ৮নম্বর জার্সিধারি খেলোয়াড় মোমিন গোল করে দলকে এগিয়ে নেন। মধ্য বিরতির পর দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটে ধুলিয়া ফুটবল একাদশের ৯নম্বর জার্সিধারি খেলোয়াড় হাসান গোল করে দলকে ২-০তে এগিয়ে রাখেন। এর কিছুক্ষণ পর আগরদাড়ি সবুজ সংঘের ৭নম্বর জার্সিধারি খেলোয়াড় সাগর ১টি গোল করে ব্যাবধান কমান। তবে শেষ বাঁশি বাঁজার আগে আর কোন গোলের দেখা মেলেনি। ফলে ধুলিয়া ২-১ গোলে আগরদাড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

কাকডাঙ্গা ফুটবল মাঠ উন্নয়ন কমিটি আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন মোশারাফ হোসেন। তাকে সহযোগিতা করেন আনোয়ার হোসেন ও আবু সাঈদ।

ধারাভাষ্যে ছিলেন আসাদ ও জুয়েল।

খেলাটি সরাসরি সম্প্রচার করে মৌসুমি ক্যাবল অপরেটর, সাতক্ষিরা ভিশন।

খেলাটি উপভোগ করেন বিপুল সংখ্যক দর্শক।

পরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আরাফাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, এড. আবুল বাসার, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের প্রদর্শক শাহিনুর রহমান, অধ্যাপক ছানোয়ার হোসেন, কেঁড়াগাছি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, ইউপি সদস্য ইয়ার আলি প্রমুখ।

চ্যাম্পিয়ন দলকে একটি বড় বাইসাইকেল ও রানার্সআপ দলকে ছোট বাইসাইকেল পুরষ্কার প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!