রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়া সীমান্তে বিজিবির গুলিবর্ষণের ঘটনায় চোরাকারবারী নিহত

কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির ছোড়া গুলিতে এক চোরাকারবারী মারা গিয়েছে। মঙ্গলবার ৩এপ্রিল সন্ধ্যায় খুলনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় পর সে মারা যায়।
নিহত নজরুল ইসলাম (৪২) উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রকিবের পুত্র। এলাকায় সে চিহ্নিত ও দূর্ধর্ষ চোরাকারবারী হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন চোরাচালানী ব্যবসা করে আসছিলো।

স্থানীয় একাধিক সূত্র জানায়- গত রবিবার দিবাগত রাত ১টার দিকে (সোমবার, ২এপ্রিল) উপজেলার কেঁড়াগাছি সীমান্তের আমতলা ঘাট এলাকার এতিমখানার পিছনে একদল চোরাকারবারীদের ধাওয়া করে চোরাচালানী পণ্য আটক করে কাকডাঙ্গা বিওপির টহলরত বিজিবি সদস্যরা। সেসময় বিপুল সংখ্যক চোরাকারবারী দল চোরাচালানী পণ্য ছিনিয়ে নিতে বিজিবির উপর ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। সেসময় বিজিবি আত্মরক্ষার্থে ১রাউন্ড গুলি বর্ষণ করে।
প্রাথমিক ভাবে গুলিতে কোন হতাহতের খবর পাওয়া না গেলেও পরে চোরাকারবারী দলের একাধিক সদস্য জানায়- সেসময় নজরুলের পেটে গুলি লাগে। অত্যন্ত গোপনীয়তার সাথে তাকে উদ্ধার করে খুলনার গাজী মেডিকেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যার দিকে সে মারা যায়।

গুলিবর্ষণের ঘটনার পর থেকে নিহত নজরুলের পরিবার বিষয়টি গোপন রাখলেও মারা যাওয়ার পর বিষয়টি প্রকাশ করেছেন।

কাকডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সামছুল হক এ বিষয়ে কোন কিছু বলতে রাজি হন নি।

সাতক্ষীরা, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সরকার মো.মোস্তাফিজুর রহমান জানান- ‘ওই দিন রাতে বাগানের ভিতরে ঘুটঘুটে অন্ধকারে চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিলো। গুলি বর্ষণের পর কারো গায়ে লেগেছিলো কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ঘটনাস্থলে তছনছ করে খোজা হলেও কাউকে পাওয়া যায়নি। তবে সেখান থেকে টানা পন্য উদ্ধার হয়।
তিনি আরো জানান- ‘বিভিন্ন তথ্যে জেনেছি কোন এক চোরাকারবারী গুলিবিদ্ধ হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছে কিন্তু কোথায় সেটা জানা যায়নি। পরে শুনিছে সে মারা গেছে, তবে বিজিবির গুলিতে কিনা সেটা নিশ্চিত নয়।’

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা