শুক্রবার, অক্টোবর ২৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়া রূপালী ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকার ভুয়া ঋণ উত্তোলনের অভিযোগ

জুলফিকার আলী, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া রূপালী ব্যাংক শাখা থেকে কোটি টাকার ভুয়া ঋণ উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে- গত ১৪ জুন-২০১১ সালে উপজেলার কাঁদপুর গ্রামের আব্দুল লতিবের স্ত্রী মিসেস ফাতেমা খাতুন রূপালী ব্যাংক কলারোয়া শাখা থেকে ২লাখ টাকার এসএমই ঋণ গ্রহন করে। দীর্ঘ দিন ব্যাংকে কিস্তির টাকা জমা না দেয়ায় বর্তমানে তা সুদে আসলে ২লাখ ৬০হাজার ৮শ’ ৩২ টাকায় দাড়িয়েছে। এ ঘটনায় কলারোয়া রূপালী ব্যাংকের ব্যবস্থাপক হামিদুল ইসলাম ঋণের টাকা পরিশোধের জন্য তাকে চুড়ান্ত নোটিশ প্রদান করেন। এই নোটিশে ঋণের টাকার জামিনদার হিসাবে কলারোয়া পাইলট হাইস্কুলের শিক্ষক মোস্তাফিজুর রহমানকে একটি অনুলিপি প্রদান করলে ঘটনা ফাঁস হয়ে পড়ে।

এ বিষয়ে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুর রব জানান- তার স্কুলের শিক্ষক আ. রকিব স্বাক্ষর জাল জালিয়াতি করে শিক্ষক মেস্তাফিজুর রহমান, তপন কুমার ঘোষ, আ. রব মাসুম, জাহিদ হোসেনকে জামিনদার বানিয়ে একই ভাবে ৮লাখ টাকা উত্তোলন করে। যা রূপালী ব্যাংক থেকে টাকা পরিশোধের জন্য চুড়ান্ত নোটিশ প্রদান করেছে।

এছাড়া পাইলট হাইস্কুলের পিউন বিল্লালের নামেও ২লাখ টাকার ঋণ উত্তোলন করা হয়েছে। একই ভাবে কাদপুর গ্রামে প্রায় ৬০/৭০ জনকে ২০১১সালে সরকারী অনুদান দেয়ার জন্য আইডি কার্ড, ছবি ও ফর্মে স্বাক্ষর করে নেয়। পরে তাদের প্রত্যেকের নামে রূপালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয়। অথচ এই নিরহ মানুষ গুলি কিছুই জানে না।

এছাড়া ইসলামী ব্যাংক থেকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুর রব ও ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম লাল্টুর স্বাক্ষর জাল করে ২লাখ টাকা উত্তোলন করা হয়েছে।

এ বিষয়ে কলারোয়া রূপালী ব্যাংকের ব্যবস্থাপক হামিদুল ইসলাম সাংবাদিকদের জানান- মৎস্য চাষ ঋণের ২৫ লাখ টাকা আদায়ের জন্য সাতক্ষীরা অর্থ ঋণ আদালতে একটি মামলা দায়ের হয়েছে।
এছাড়া ১৩টি ক্ষুদ্র ঋণ আদায়ের জন্য উপজেলা নির্বাহী অফিসে সার্টিফিকেট মামলা দায়ের হয়েছে।

তিনি আরো বলেন- তিনি নতুন এই ব্যাংকে দায়িত্ব নিয়েছেন। এর অাগে জহুরুল ইসলাম দায়িত্বে ছিলেন, তার সময় এসব ঋণ দেয়া হয়েছে।

এদিকে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের শিক্ষক আ. রকিব বলেন- তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। যিনি ঋণ গ্রহণ করছেন তিনি ব্যাংকের টাকা পরিশোধ করবেন। আমাকে অযথা হয়রানী করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা