বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়া আলিয়া মাদরাসার কমিটিকে কেন্দ্র করে দু’পক্ষ মুখোমুখি, পাল্টাপাল্টি অভিযোগ

কলারোয়া আলিয়া মাদরাসার কমিটিকে কেন্দ্র করে দু’পক্ষ মুখোমুখি। পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে থানায়।

জানা গেছে- কলারোয়ায় আলিয়া মাদরাসার ম্যানিজিং কমিটিকে কেন্দ্র করে যুবলীগ নেতা ও যুবদল নেতার মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরের দিকে তুলশীডাঙ্গাস্থ আলিয়া মাদরাসার সামনে এ ঘটে।

এক পক্ষ দাবি করছে- উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজার হাতে লাঞ্চিত হয়েছেন উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও ৭নং চন্দনপুর ইউনিয়ন যুবদল সভাপতি তুলশীডাঙ্গার বাসিন্দা আ.বা.ম সাইফুল্লাহ (৪৩)। তারা জানান- মাদরাসাটির বিগত কমিটির সভাপতি আ.লীগ নেতা সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনুকে বাদ দিয়ে প্রতিষ্ঠানটির নবগঠিত ম্যানেজিং কমিটিতে সভাপতি হিসেবে মুক্তিযুদ্ধাকালীন কমান্ডার মোসলেম উদ্দিন ও বিদ্যুতসাহী সদস্য হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেনকে মনোনীত করেন সেন্টাল মাদরাসার উর্দ্ধতন কর্মকর্তারা। ওই কমিটিতে যুবদল নেতা সাইফুল্লাহ অভিভাবক সদস্য হওয়ায় পদবঞ্চিতরা ক্ষেপে গিয়ে সাইফুল্লাহকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেন। এতেও খুশি না হয়ে মঙ্গলবার দুপুরের দিকে যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদার নেতৃত্বে কতিপয়রা মোটরসাইকেল বহর নিয়ে বাড়ির গেটের সামনে সাইফুল্লাহর উপর হামলা করে।
হামলার খবর শুনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেনসহ অন্যরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।
পরে আহত যুবদল নেতা সাইফুল্লাহকে হাসপাতালে নেয়া হয়। থানায় লিখিত অভিযোগও দেয়া হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।

এদিকে অপরপক্ষ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটুক্তি এবং কলারোয়া উপজেলা যুবলীগ সভাপতিকে লাঞ্চিত করার অভিযোগ করেছে। তারা বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগও করেছেন বলে জানা গেছে।
অভিযোগসূত্রে জানা গেছে- উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা মোটরসাইকেলযোগে কাজীরহাটে যাওয়ার সময় আলিয়া মাদরাসা মোড়ে পৌছুলে যুবদল নেতা আ.বা.ম সাইফুল্লাহর নেতৃত্বে জামায়াত-বিএনপির কয়েকজন নেতাকর্মী তাকে পথরোধ করে। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। সেসময় সাহাজাদা তার প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে ও কাছে থাকা টাকা-স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ওই ঘটনায় বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতার নাম উল্লেখ করে কলারোয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা।

এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ জানান- ‘দু’পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে।’
তিনি আরো জানান- ‘তাঁর থানায় কোন সন্ত্রাসী কার্যক্রম চলবে না। যদি কেউ সন্ত্রাসী কার্যক্রম করে তাহলে তাদের ছাড় দেয়া হবে না।’

এদিকে অভিযোগকারী উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা জানান- বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে কুটুক্তি এবং তার যুবলীগ নেতাদের লাঞ্চিতের প্রতিবাদ করায় তাদের উপর হামলা করেন যুবদল সন্ত্রাসী নেতা সাইফুল্লাহ। এতে তিনিসহ তার নেতারা আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তবে টাকা ছিনিয়ে নেয়া ও তার যুবলীগ নেতাদের নামে দলীয় কিছু কুচক্রি মহল বিএনপির পক্ষ নিয়ে মিথ্যা অভিযোগে করার প্রায়তারা চালাচ্ছে।’

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা