রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ার কেঁড়াগাছির ৫ কৃতি শিক্ষার্থীর সাফল্য…

সাতক্ষীরার ঐতিহ্যবাহী কলারোয়া উপজেলার সোনাই নদীর পলি বিধৌত অঞ্চল হল ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন।
কলারোয়া সমগ্র সাতক্ষীরা অঞ্চলের অন্যতম অর্থনৈতিক শক্তির যোগানদাতা উপজেলা হওয়ায়, কেড়াগাছি ইউনিয়নের কৃতিত্ব কম যায় না।
এই পল্লী নিভৃত জনপদে জন্মগ্রহণ করেছেন অনেক খ্যাতনামা মহাপুরুষ, রাজনীতিবিদ। শিক্ষাক্ষেত্রে কেড়াগাছি ইউনিয়ন বরাবরই এগিয়ে চলেছে।

সমগ্র সাতক্ষীরা জেলার ভিতরে কলারোয়া তথা কেঁড়াগাছি ইউনিয়নের সাফল্য সর্বাধিক। এই ইউনিয়ন থেকে প্রতি বছর দু-এক জন বা তার বেশি সংখ্যক বিসিএস ক্যাডার সার্ভিসে সাফল্যের সাথে নিয়োগ প্রাপ্ত হচ্ছেন। এরই ধারাবাহিকতায় এসএসসি, এইচএসসি তারপর উচ্চশিক্ষার প্রবেশদ্বার হলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। এবারের ২০১৮ সালের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সমগ্র কলারোয়ার ভিতরে ৫নম্বর কেড়াগাছি ইউনিয়ন সর্বাধিক এগিয়ে আছে।

এ বছর ইউনিয়নের দুইটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ ও কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা হতে সর্বমোট ৫ জন সহ সর্বমোট ৬জন শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ লাভ করেছে।

তার মধ্যে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের তিনজন ঝাউডাঙ্গা কলেজ হতে একজন এবং কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা হতে সর্বমোট দুইজন সুযোগ পেয়েছে। তারা হল ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডের বাগাডাঙ্গা গ্রামের মৎস্য ব্যবসায়ী আব্দুল খালেকের কনিষ্ঠ কন্যা রিফাত আরা [১৯] সে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ হতে এবছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ সহ সাফল্যের সাথে উত্তীর্ণ হয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বি ইউনিটে ৫৬১ তম স্থানে ইসলাম শিক্ষা বিভাগে সুযোগ প্রাপ্ত হয়। ভবিষ্যতে সে একজন ম্যাজিস্ট্রেট হতে চাই।

অপর এক মেধাবী মুখ হল বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের গর্ব একই গ্রামের কৃতী সন্তান মোয়াজ্জেম হোসেনের পুত্র শাহিদুজ্জামান ১৯। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ প্রাপ্ত হয়েছে।সে এবারের এইচএসসি পরীক্ষায় গোল্ডেন সহ জিপিএ ৫•০০ পেয়েছে। সে একজন ইউনিভার্সিটি স্কলার হতে চায়।

বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্তদের মধ্যে অন্যতম হল, একই ইউনিয়নের শাপলা আক্তার। সে বি ইউনিটের ১২৯২ তম স্থান লাভ করেছে।
অপরদিকে কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা হতে এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দুইজন সুযোগ পেয়েছে।
তারা হলেন ইউনিয়নের বাকসা গ্রামের শিক্ষক নুরুল ইসলামের পুত্র মুত্তাসীম।সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে চান্স পেয়েছে।
সে একজন আদর্শ ইসলামী গবেষক হতে চাই চায়। অন্য জন হলেন ওই প্রতিষ্ঠানের ছাত্র ও সদর থানার সাতানি গ্রামের ইমরান হোসেন।
অপরদিকে ইউনিয়নের বাকসা গ্রামের নজরুলের পুত্র জুয়েল হোসেন [২০] সে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় ৭২তম স্থানে সুযোগ পেয়েছে। সে ঝাউডাঙ্গা কলেজের ছাত্র।

আরো জানা যায়- কাকডাঙ্গা সিনিয়র ফাযিল মাদরাসার এ সাফল্য বরাবরই ছিল। গত বছর মাদ্রাসা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছিল তিন জন তারা হলেন, মাসুদুর রহমান, দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। একই শিক্ষা প্রতিষ্ঠান ইতিহাস বিভাগের অধ্যাপক ওহিদুজ্জামানের কন্যা, সাদিয়া সুলতানা। সে বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে অধ্যায়নরত। অন্যজন হলেন, কাকডাঙ্গা গ্রামের ওমর ফারুক ইসলাম।সে ইসলাম শিক্ষা বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে। এই অভূতপূর্ব ফলাফলে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন বলেন, আমরা খুবই আনন্দিত। আমি নিজেই সুযোগ মতো তাদের তদারকি করতাম। আমরা এই সাফল্যকে আরো বেগবান করতে বদ্ধপরিকর। আমি শিক্ষকদের নির্দেশ দিয়েছি আরও কঠোর হতে, আরো যুগোপযোগী পদ্ধতিতে পাঠদান করতে, যেন এই সাফল্য বরাবরই হয়।

অপরদিকে কাকডাঙ্গা সিনিয়র ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ বলেন, এই ধারাবাহিকতা রক্ষায় আমরা আরও সচেতন হব ।মহান আল্লাহর সাহায্য নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় সদ্য চান্সপ্রাপ্ত মুত্তাসিম এর বাবার কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে দেশে ইসলাম নিয়ে যে দ্বন্দ্ব, ধর্ম নিয়ে ব্যবসা চলছে তা কখনোই প্রকৃত ইসলামের মধ্যে পড়ে না। আমি চাই আমার সন্তান একজন আদর্শ ইসলামী গবেষক হয়ে সমাজ তথা রাষ্ট্রের কল্যান বয়ে আনুক।

অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত কেড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের রিফাত আরার বাবা আব্দুল খালেক বলেন আমার কন্যা যেন সফলতার সাথে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে সেই কামনাই করি।

ইউনিয়নের এহেন সাফল্যের প্রভাব এলাকাবাসীর মধ্যে আনন্দময় মানুষিকতার সঞ্চার করেছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা