মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ওএমএসে আতপ চাল, কেজি ৩০ টাকা

বাজারে চালের দামের ঊর্ধ্বগতির মধ্যে রোববার থেকে ওএমএসে (খোলা বাজারে বিক্রি) চাল বিক্রি শুরু করেছে সরকার। তবে তা সিদ্ধ নয়, আতপ চাল। দামও ১৫ থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।

প্রথম দিন বড় বড় শহরে সীমিত আকারে ওএমএসে চাল বিক্রি শুরু হলেও সোমবার থেকে জেলা পর্যায় পর্যন্ত চাল বিক্রি করা হবে বলে জানিয়েছেন খাদ্য অধিদফতরের কর্মকর্তারা। তবে সিদ্ধ চালের পরিবর্তে আতপ চাল এবং এর দাম দ্বিগুণ হওয়ায় তেমন সাড়া নেই ক্রেতাদের মধ্যে। এছাড়া আতপ চালের ভাত খেতে অভ্যস্ত নন দেশের বেশির ভাগ অঞ্চলের মানুষ।

Bisk Club
ঈদুল আজহার আগে মোটা চালের দাম প্রতি কেজি ৪৩ থেকে ৪৫ টাকা হলেও এখন তা ৫০-৫৫ টাকা। গত কয়েক মাস ধরে ওএসএসে চাল বিক্রি বন্ধ আছে। তবে ওএমএসে আটা বিক্রি চালু ছিল।

খাদ্য অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি গুদামে সিদ্ধ চালের সংকট, এজন্য ওএমএসে আতপ চাল দেয়া হচ্ছে। কারণ সরকার বোরো সংগ্রহ করতে পারেনি। অন্যদিকে বিদেশ থেকে যে চাল আমদানি করা হচ্ছে তাও আতপ চাল। তাই ডিলারসহ ক্রেতারা মনে করছেন চালের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ওএমএসের চাল বিক্রি শুরু হলেও গরিবের স্বস্তি ফিরছে না।

গত ১৪ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছিলেন, ওএমএসের চালের দাম আগের মতোই ১৫ টাকা থাকছে।

রাজধানীর গেন্ডারিয়ার ঢালকানগর লেনের ছাপড়া মসজিদ রোডের ওএমএস ডিলার হালিম সিকদার জাগো নিউজকে বলেন, ‘পিঠা ছাড়া ঢাকায় কয়জন আতপ চাল খায়? দামও হঠাৎ করে দ্বিগুণ। তাই ওএমএসের চাল কিনতে মানুষের আগ্রহ নেই। এই চালে মানুষের লাভ নাই।’

খাদ্য অধিদফতরের পরিচালক (সরবরাহ, বণ্টন ও বিপণন) কাজী নুরুল ইসলাম রোববার বিকেলে বলেন, ‘ওএমএসে চাল বিক্রি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ঢাকায় ১১০টি ট্রাক নেমেছে। এছাড়া চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর, রাজশাহী শহরে চাল বিক্রি শুরু হয়েছে। আগামীকালের মধ্যে জেলা পর্যায়ে সব জায়গায় শুরু হয়ে যাবে।’

কেজিপ্রতি চালের দাম ১৫ থেকে বাড়িয়ে ৩০ টাকা রাখা হচ্ছে জানিয়েছে তিনি বলেন, ‘বাজারের তুলনায় চালের দাম কম হলে আত্মসাতের প্রবণতা বেশি হয়।’

ওএমএসে আতপ চাল দেয়ার বিষয়ে পরিচালক বলেন, ‘সিদ্ধ চাল দিতে পারলে মানুষের কাছে আরও বেশি আকর্ষণীয় হতো। অনেকে এসে ফিরে যাচ্ছে বলেও মনে হচ্ছে। এখন আমাদের কাছে পর্যাপ্ত সিদ্ধ চাল নেই। বিদেশ থেকে প্রায় সবই এসেছে আতপ চাল। আতপ চাল বেশি দিন সংরক্ষণও করা যায় না। এজন্য ওএমএসে আতপ চাল দেয়া হচ্ছে। আগে কখনও অবশ্য ওএমএসে সেভাবে আতপ চাল দেয়া হয়নি।’

নুরুল ইসলাম আরও বলেন, ‘উত্তরবঙ্গে সরকারি গুদামে সিদ্ধ চালের মজুদ রয়েছে। সেখানে সিদ্ধ চাল দেয়া হবে। তবে চট্টগ্রামে আতপ চাল দেয়ায় ওখানকার মানুষ খুশি। তবে ঢাকায় মিশ্র প্রতিক্রিয়া আছে।’

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী