একটি ব্রিজে কমেছে ২৫ কিঃ মিঃ দুরত্ব ।হয়েছে ব্যপক উন্নয়ন
এক সময় যশোরের রাজগঞ্জ-সাতক্ষিরা কলারোয়ার খোরদো মধ্যবর্তী সড়কে ভ্রমণ কিংবা যান চলাচলে অনেকটা শারীরিক কষ্টের ভয়ে আতকে উঠত জনসাধারণ।ছোট ছোট বাচ্চাসহ পরিবার নিয়ে জার্নি করতে বেশ হাপিয়ে উঠে দুর্বল হয়ে পড়ত ভ্রমনকারী/দর্শনার্থীরা যশোর কিংবা দেশের বিভিন্ন স্থান থেকে দক্ষিণাঞ্চলের সাতক্ষিরার কলারোয়া ভায়া সুন্দরবন পর্যটন এলাকায় যেতে।
ছিল তাদের কাছে অতিরিক্ত পথ ধরে কষ্টকর চলাচল।সেসময় অনেকটাই ছিল সড়ক যোগাযোগ থেকে পিছিয়ে যশোর থেকে সাতক্ষিরার কলারোয়ার ওই মফস্বল এলাকা।জানা গেছে,ঢাকা দ্রুতগামী মহাসড়কের যশোর শহরাণ্জল থেকে সাতক্ষিরা শহর আনুমানিক ৭৫-৮৫ কি.মি দুরত্বে অবস্থিত।যার ভেতর দিয়েও ছিল সল্প সময়ের কম পথ এবং খরচও অনেক কম পন্থা।কিন্তু সেটা ছিল ট্রাক বাসসহ বড় বড় যান চলাচলের অযোগ্য।
আজ সেটার দুরত্ব কমিয়ে এনেছে একটি মাত্র ব্রিজে আনুমানিক ৫০-৫৫ কি.মি এ এবং সড়ক যোগাযোগের উত্তম ব্যবস্থা তৈরি হয়েছে বলে জানান সড়কের একাধিক যানবাহন চালকেরা।তাছাড়া ওই ব্রিজ রোডটি দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদের উপর কলারোয়া, ঝিকরগাছা,মনিরামপুর, কেশবপুরের পাশঘেসা যশোর- সাতক্ষিরার কয়েকটি থানার মধ্যবর্তী স্থানে অবস্থিত।অবশ্য কপোতাক্ষ নদ ঘিরে গ্রামাঞ্চলের ভিতর দিয়ে ওই কম দুরত্বের রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে ছিল দীর্ঘদিন ধরে।সে সময়কার নানান দুর্ভোগের কথাও জানান অনেকেই।
তবে কথিত যেমনি থাকনা কেনো বর্তমান সাতক্ষিরার কলারোয়া উপজেলাসহ পার্শ্ববর্তী এলাকার সড়ক ও ছোট খাটো রাস্তাঘাট আর সে অবস্থানে নেই।
বিগত দিনের চেয়ে গত কয়েক বছরে যোগাযোগ খাতে বেশ উন্নতি হয়েছে এ উপজেলাসহ পার্শ্ববর্তী জেলা,উপজেলা এলাকা।পাকা রাস্তার পরিমাণ বৃদ্ধি ও- উন্নয়নের ছোঁয়ায় সারাদেশের সাথে উপহার দিতে সক্ষম হয়েছে তিন তিন বার নির্বাচিত,দেশের দায়িত্বে থাকা বিগত ও বর্তমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়া আ.লীগের সরকার।
যার নেতৃত্বদানে মহৎ ভুমিকা পালন করে আসছেন স্বাধীনতার স্বপক্ষের শক্তি, বাংলাদেশ স্বাধীন দেশে উপরহার দেওয়ার অন্যতম মহান ব্যক্তিত্ব,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী,ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর জননেত্রী শেখ হাসিনা।
উন্নয়নমূলক কাজের মধ্যে তৈরি /নির্মিত হয়েছে তার গত শাসনামল থেকে ব্রিজ কালভট,ছোট বড় সড়কসহ পাকা রাস্তা ও বিভিন্ন উন্নয়ন মুলক কাজ।যেটার সুফল ভোগ করছে দেশের সকল শ্রেণীর মানুষ।
সেতু কালভার্টের সংখ্যা বাড়ায় অবারিত হয়েছে যাতায়াত।সাথে হয়েছে ছোট বড় ব্রিজ নির্মাণ।যার প্রকাশ্যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে দাঁড়িয়ে আছে দক্ষিণবঙ্গের একাংশের দিকে-নির্মিত হওয়া ঐতিহ্যবাহী নদ কপোতাক্ষের উপর সাতক্ষীরা কলারোয়ার খোরদো চাকলা বর্ডার গার্ড ব্রিজ।যেটা নির্মাণ শেষে আনুমানিক ২৫-৩৫ কি.মি রাস্তার দুরত্ব কমেছে বলে জানান বিভিন্ন সড়কের ছোট বড় যানবাহন ও বাস চালকেরা।সাথে কলারোয়া-রাজগঞ্জ খোরদো চাকলা বর্ডার গার্ড ব্রিজগামী কম দুরত্বের-সড়কের মধ্যবর্তী চলাচলের সাধারণ মানুষও একই মত প্রকাশ করে।গত কয়েক বছর আগে সেতুটির কাজ শেষ হয়েছে বলে জানা গেছে।সরেজমিনে গিয়ে দেখা যায়,কলারোয়ার খোরদো ও মনিরামপুরের চাকলার কপোতাক্ষের উপর নির্মিত ব্রিজ/সেতু দিয়ে ছোট বড় যানবাহনসহ মানুষ চলাচল করছে।।
সেতু নির্মাণ বিষয়ে কথা হলে সাতক্ষিরার কলারোয়া উপজেলাধীন খোরদো চাকলার কয়েক জন স্থানীয় ব্যবসায়ীরা জানান সরকার ও এলাকার উন্নয়নের প্রশংসনীয় নানান কথা।মনিরামপুর উপজেলাধীন ব্যবসায়ী সাইদুর রহমান ও কলারোয়া উপজেলাধীন মশিউর রহমান বলেন,যশোর-সাতক্ষিরার বেনাপোল,নাভারন মহাসড়কের তুলনায় অনেক কম ওই যশোরের পুলেরহাট ভায়া এবং রাজগঞ্জ খোরদো ভায়া সাতক্ষিরার কলারোয়া মধ্যবর্তী কপোতাক্ষের উপর খোরদো চাকলার ব্রিজ সড়কটি।মানুষ খুবই কম সময়ে পৌঁছতে পারে বলে জানান ব্যবসায়ী মশিউর রহমানসহ স্থানীয় অনেকেই।তাদের মতে ইতিপূর্বে আনুমানিক ২৫ কি.মি বেশি ঘুরে লোকজনের প্রায় অতিরিক্ত ১ ঘন্টা ব্যয় করে যশোর থেকে সাতক্ষিরা শহরে যেতে হয়েছে বড় বড় যান বাস,মিনিবাস চলাচলে।যদিও মেইন রোড নাভারন,বেনাপোল মহাসড়কে এখনও চলছে ঢাকার দ্রুতগামী যানবাহন।
তবে সাতক্ষিরা-যশোরের মধ্যবর্তী মনিরামপুর ও কলারোয়া-উপজেলাবাসীকে জেলা শহরে যাওয়ার কম দুরত্বের একমাত্র সড়ক ও ব্রিজটি দীর্ঘদিন পরে হলেও ‘রাস্তার দু’পাশ আরও বর্ধিত করায় স্বস্তি ফিরে এসেছে মানুষের মাঝে।তবে উপজেলা সদরের কলারোয়া বাজারস্থ দুর্বল পুলের পুনঃনির্মান হলেই আরো দ্রুতগামী হবে ওই সড়কটি বলে জানা গেছে।তাছাড়া মধ্যগামী ওই সড়কে আকাবাকা অবস্থার পরিবর্তন ঘটলেই আরও সহজতর সড়ক এলাকায় পরিনত হবে।দীর্ঘ দিনের যানযট লাঘব হতে শুরু করেছে রাস্তা প্রশস্তকরণ হওয়ায় বলে মনে করেন জনসাধারণ।সব মিলিয়ে উন্নয়নশীল আ.লীগ সরকার দেশের বিভিন্ন এলাকায় উন্নয়নের মধ্যে ব্রিজ,ভবন সড়ক ও ছোট খাটো রাস্তার উন্নয়নে এ উপজেলাটি বেশ চোখে পড়ার মতো।স্বস্তিতে যান চলাচল করতে পারছে মানুষ এবং গন্তব্যে পৌঁছতে যানবাহন চালকেরাও পুলকিত ওই ব্রিজ ব্যবহার করে।এদিকে কথা হয় কলারোয়া উপজেলাধীন দেয়াড়ার প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মান্নানের সাথে।আ.লীগ সরকারের উন্নয়নের প্রশংসা তুলে ধরে তিনি বলেন,সার্বিক দিক থেকে যেমন সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে,ঠিক তেমনি ওই উপজেলা তথা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও ব্যপক উন্নয়ন করেছে আ.লীগ সরকারের প্রধান মন্ত্রী,জননেত্রী শেখ হাসিনা।কপোতাক্ষ নদ-খনন,ভবন,সড়ক,রাস্তাসহ চলমান রয়েছে উপজেলা দেয়াড়ার ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের কাজ।এবং আগেই নির্মিত হয়েছে উপজেলার কাশিয়াডাঙ্গা কাম-সাইক্লোন সেন্টার এমনকি উপজেলার খোরদো চাকলা বর্ডার গার্ড ব্রিজ নির্মাণের কথা তুলে ধরেন।এছাড়া সেসময় পরিষদে তার দ্বায়িত্ব থাকা কালিন ইউনিয়নের অবহেলিত অনেক রাস্তাঘাট,পুল,কালভটের কাজ হয়েছে।
আ.লীগ সরকার সারা দেশের ন্যয় -নতুন নির্মাণ ও পুনঃসংস্কার মুলক কাজ সম্পন্ন করে এলাকার বিরাট উন্নয়নের প্রকাশ ঘটিয়েছে।এবং আগামীতে সরকারের উন্নয়ন মূলক কাজের আয়োতায় এনে উপজেলা দেয়াড়ার কাশিয়াডাঙ্গা ব্রিজটি সম্পন্ন হলে এলাকার চতুর্মুখী যোগাযোগ ও চলাচল আরো ভাল হবে এমনটাই আশায় এবং ব্রিজটি নির্মাণের দাবিতে আশাবাদ ব্যক্ত করেন দেয়াড়ার ইউপি.আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ স্থানীয় জনসাধারণ।
এছাড়াও সারা দেশের ন্যয়-কলারোয়া উপজেলাসহ প্রতিটি ইউনিয়ন,ওয়ার্ড এবং পার্শ্ববর্তী উপজেলার অন্যান্য ইউনিয়নের নিভৃত-পল্লীতে পাকা সড়কের সংখ্যা বাড়ায় কাচা রাস্তার যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে জনসাধারণ বলে জানান অনেকেই।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন