রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

‘আমার ভোট আমি দেবো, মুক্তিযুদ্ধের পক্ষে দেবো’- স্লোগানে সাতক্ষীরায় সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‘আমার ভোট আমি দেবো মুক্তিযুদ্ধের পক্ষে দেবো’ এই স্লোগানকে সামনে রেখে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা শাখার সভাপতি আবু আফ্ফান রোজ বাবু’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের সকল জনগণ মহান মুক্তিযুদ্ধর চেতনায় উজ্জীবিত হয়েছে। কেউ স্বাধীনতা বিরোধীদের দেশের জনগণ প্রত্যাখান করেছে। দেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে দেশের মানুষ আজ কাতারে। সবাই বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে।’ সমাবেশে উপস্থিত সাধারণ জনগণের করা উন্নয়নমূলক প্রশ্নের উত্তর দেন।

বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা কমান্ডার মোশারফ হোসেন মশু।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোস্না আরা, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, সাহিত্যিক সহিদুর রহমান, সাংবাদিক আমিনুর রশিদ, কণ্ঠ শিল্পী কামরুল ইসলাম, মাহবুব, চৈতালীসহ শিল্পী সাহিত্যিকদের সমন্বয়ে সাংস্কৃতিক কর্মীদের মিলন মেলায় পরিনত হয়।

জেলার বিভিন্ন শিল্পীদের সমন্বয়ে কবিতা ও গানের মূর্ছনায় শিল্পকলা একাডেমি মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শামীমা পারভীন রত্মা ও জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন।

নৌকা প্রতিকের নির্বাচনী মিছিল ও গণসংযোগ

সাতক্ষীরা সদর আসনে এমপি রবির পক্ষে নৌকা প্রতিকের নির্বাচনী মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে সুলতানপুর বড় বাজার কাঁচা বাজার সমিতির আব্দুর রহিম বাবু’র নেতৃত্বে মিছিলটি সুলতানপুর সরদার বাড়ি থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানে দোকানে লিফলেট বিলি করে।
পরে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে সুলতানপুর বড় বাজার কাঁচা বাজার সমিতির বাবু মেম্বরের আড়তে গিয়ে শেষ হয়।
মিছিলটির পক্ষ থেকে সাতক্ষীরা সদর আসনের নৌকার মাঝি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির হাতে প্রতিক নৌকা তুলে দেওয়া হয়।

রসুলপুরে এমপি রবির নির্বাচনী পথসভা

সাতক্ষীরা সদর আসনের আওয়ামীলীগের নৌকার প্রার্থী এমপি রবির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে পৌরসভার ০৯ নং ওয়ার্ডে রসুলপুর যুব সমিতির আয়োজনে রসুলপুর যুব সমিতির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা প্রমুখ।

বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, রসুলপুর যুব সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান বিটু, পৌরসভার ০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সমীর বসু, সাধারণ সম্পাদক লিটন মির্জা, সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি আলিফ খান প্রমুখ।

এসময় দলীয় নেতা কর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র