মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

শহীদ স.ম আলাউদ্দিনের ২২তম শাহাদাৎ বার্ষিকী পালিত

আধুনিক সাতক্ষীরার স্বপ্নদ্রষ্টা, ভোমরা স্থল বন্দরের প্রতিষ্ঠাতা, চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুলের প্রতিষ্ঠাতা, নারকেলতলা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা,দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক, সাবেক প্রাদেশিক পরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা স. ম. আলাউদ্দিনের বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো ২২তম শাহাদাৎ বার্ষিকী। মঙ্গলবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স.ম আলাউদ্দিন হত্যাকারীদের সামাজিকভাবে বয়কট ও ঘৃণা প্রকাশে ২২তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় আলোচকরা খুনি গডফাদারদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানিয়েছেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আব্দুল ওয়াজেদ কচি। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বারী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আনিসুর রহিম, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক-ই-এলাহী, প্রথম আলো’র কল্যাণ ব্যানার্জি,দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক ও শহীদ স.ম আলাউদ্দিন তনয়া লায়লা পারভিন সেঁজুতি, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, মনিরুল ইসলাম মিনি, আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মমতাজ আহমেদ বাপী, এম কামরুজ্জামান, রুহুল কুদ্দুস, কল্যাণের কাজী শওকত হোসেন ময়না, আওয়ামী লীগ নেতা শেখ হারুণ উর রশিদ, কবি গাজী শাজাহান সিরাজ, যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র শরীফুল্লাহ কায়সার সুমন, ইন্ডিপেন্ডেন্ট টিভি’র আবুল কাশেম, অর্থ সম্পাদক মোশারফ হোসেন, কার্যনির্বাহী সদস্য অসিম বরণ চক্রবর্তী, কালিদাস রায়, সেলিম রেজা মুকুল, দক্ষিণাঞ্চলের আ: গফুর, ডাইজেস্ট’র সাখাওয়াতউল্লাহ, কার্যনির্বাহী সদস্য আমিনুর রশীদ, ড. দিলীপ রায়।

আলোচকরা বলেন, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূতের সম্পাদক, প্রাদেশিক পরিষদের প্রাক্তণ সদস্য ও আওয়ামী লীগ নেতা স. ম আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ। ২২ বছরেও শেষ হয়নি বিচার। এখনও পরিবারের ওপর চলছে হুমকি। স. ম আলাউদ্দিন হত্যার বিচারে খুনীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন আলোচকরা। সাংবাদিকরা খুনীদের বিরুদ্ধে আন্দোলনের প্রত্যয় ব্যক্ত করেন। খুনী গডফাদার ও তাদের সুবিধাভোগীদের সামাজিকভাবে বয়কট ও ঘৃণা প্রকাশের জন্য আহবান জানানো হয়।

আলাউদ্দিনের মেয়ে পত্রিকাটির বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভিন সেজুতি বলেন, তারা বাবা ১৯৯৬ সালের ১৯ জুন তারিখে সাতক্ষীরা সদর থানার পাচিলের পাশেই পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এরপর সাতক্ষীরা এই হত্যার বিচারের দাবিতে গড়ে ওঠে আন্দোলন। ২২ বছরেও সেই বিচার শেষ হয়নি। এখনও খুনিরা প্রকাশ্যে অপ্রকাশ্যে পরিবারের সদস্য ও সাক্ষীদের হুমকি দিয়ে যাচ্ছে।

এদিকে শ্রদ্ধার সাথে দিবসটি উদযাপনে সাতক্ষীরা প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে।

সকাল দশটায় সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা করে। তার আগে নিহতের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য স.ম আলাউদ্দিনের মিঠাবাড়িস্থ ( তালার মিঠাবাড়ি গ্রামে ) কবরস্থানে যান। তারা মোনাজাতের মাধ্যমে স.ম আলাউদ্দিনের আত্মার মাগফিরত কামনা করেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ১৯ জুন রাতে দৈনিক পত্রদুত পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় আততায়ির গুলিতে স.ম আলাউদ্দিন নিহত হন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র