সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আইপিএলে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান!

পাঞ্জাব-রাজস্থানের ম্যাচটা ‘মানকাড’ কান্ডের জন্য বেশ আলোচিত। নন-স্ট্রাইক প্রান্তের পপিং ক্রিজ ছেড়ে যাওয়ায় অশ্বিন আউট করে দেন বাটলারকে। এ নিয়েই চলছে জোর আলাপ-সালাপ। কিন্তু ২৫ মার্চের ওই ম্যাচেই ঘটে গেছে দারুণ এক ব্যাপার। যা এগিয়ে গেছে অনেকের চোখ। এমনকি কানও।

আসল কথায় আসি, শুরুতে ব্যাট করতে নামে পাঞ্জাব। প্রথম ইনিংসের তখন ১৯তম ওভার চলছে। ব্যাট করছেন নিকোলাস পুরান আর বোলিংয়ে জয়দেব উদানকাতরা। এমন সময় গ্যালারি থেকে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগন উঠা এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু ম্যাচের দিন মানকাড কান্ডের কারণে হোক কিংবা অন্য কোন কারণে বিষয়টি এড়িয়ে গেছে অনেকের।

গ্যালারিতে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান উঠতেই পারে। কিন্তু কেন ওই স্লোগান তার উত্তরে আসি। কয়েকদিন আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে দেশবাসীর চৌকিদার বলে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামের আগে চৌকিদার শব্দটি যোগ করে লেখার কথাও বলেন তিনি।

বিরোধীরা এ নিয়ে তাকে বিদ্রুপ করতে ছাড়েননি। জয়পুরের মানসিংহ স্টেডিয়ামে দর্শকরা মোদীর দুর্নীতির দিকে আলো ফেলে স্লোগান তোলেন, ‘চৌকিদার চোর হ্যায়।’ অনেকের হাতে ধরা অক্ষর মিলিয়ে চৌকিদার চোর হ্যায় লেখা একটি প্লাকাডও দেখা গেছে।

এ নিয়ে এক ব্যক্তি টুইট করেছেন, ২০১৪ সালের আইপিএলে ‘মোদী’ নামে স্লোগান উঠত। এখন তার বিদ্রুপ নিয়ে ওঠে। তবে অনেকের মতে, ওই স্লোগানের সত্যতা নেই। আইপিএলের মধ্যে রাজনীতি ঢুকিয়ে দেওয়া মাত্র। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, রাহুল গান্ধীর দলের সৃষ্টি ওটা এক মিথ্যা স্লোগান। রাহুল আবার বলছেন, ক্ষোভ থেকে এমন কাজ মোদীকে দিয়ে সম্ভব।

ভিডিওতে স্লোগান শুনুন

https://youtu.be/3MmHpSKhgSs

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!