বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে খুলনা বিভাগ অচল

খুলনা বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

রোববার ভোর ৬টা থেকে খুলনার ১০ জেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এতে যোগাযোগ ব্যবস্থায় অচলাবস্থা দেখা দিয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর নিহতের ঘটনায় সম্প্রতি বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

এ রায়ের প্রতিবাদে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটি শনিবার অনির্দিষ্টকালের এ ধর্মঘট আহ্বান করে।

৩৪টি বেসিক ইউনিয়নের নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।

বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মর্তুজা হোসেন জানান, খুলনা বিভাগের প্রত্যেকটি জেলায় স্বতস্ফূর্তভাবে ধর্মঘট পালিত হচ্ছে।

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার মামলায় বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশের প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় সমন্বয়ক আবদুর রহিম বক্স দুদু শনিবার যশোর এই ধর্মঘটের ঘোষণা দেন।

সকাল ৬টা থেকে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস-ট্রাক, পিকআপ, মিনিবাস চলাচল করেনি। ঢাকা-খুলনাসহ সব রুটে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। একইভাবে খালিশপুর তেল ডিপো থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে আসা সব ট্যাঙ্কলরি এই ধর্মঘটে অংশ নিয়েছে। ফলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এই বিভাগে জ্বালানি তেল সংকট দেখা দিতে পারে।

ধর্মঘটের বিষয়ে পরিবহন শ্রমিক নেতা আবদুর রহিম বক্স দুদু জানান, তাঁরা পাঁচজন নিহত হওয়ার মামলার অধিকতর তদন্ত চান। এই দাবি আর যাবজ্জীবন সাজা দেওয়ার প্রতিবাদে তাঁদের এই অনির্দিষ্টকালের ধর্মঘট। দাবি মানা না হলে খুব দ্রুতই সারা দেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে।

চুয়াডাঙ্গা: ডিলাক্স পরিবহনের বাসচালক জামির হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে চুয়াডাঙ্গায় দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম জনদুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম জানান, বাসচালক জামির হোসেনের বিষয়ে আজ রোববার ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় পরিচালনা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক থেকে দেশব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা হতে পারে।

যশোর ধর্মঘটে যশোরের ১৮টি রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে ধর্মঘট কর্মসূচি ঘোষণা হওয়ায় আজ সকালে অনেক যাত্রী টার্মিনালগুলোতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। তাঁদের অনেকেই ধর্মঘটের কথা জানতেন না। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে এ ধরনের আন্দোলনের কোনো যৌক্তিকতা থাকতে পারে না।

সাতক্ষীরা: জেলার ১৪টি রুটের সবকটিতে বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। স্থানীয় রুট ছাড়াও দূরপাল্লার গাড়ি চলাচল না করায় ঢাকাসহ বিভিন্ন গন্তব্যমুখী যাত্রীরাও পড়েছেন বিপাকে।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাস আরোহী চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। ওই ঘটনায় ‘চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের’ বাসচালক জামির হোসেনকে গত বুধবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবির আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। আর এই রায়ের প্রতিবাদে বুধবারই চুয়াডাঙ্গায় পরিবহন শ্রমিকরা ধর্মঘটের ডাক দেন।

বাসচালক জামির হোসেনের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়া গ্রামে।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী