কলারোয়া নিউজ’কে একান্ত সাক্ষাতকার (ভিডিও)
কলারোয়ায় আসন্ন দূর্গোৎসবে সম্প্রীতি বজায় রাখার আহবান ওসি মুনীরের
কলারোয়ায় আসন্ন শারদীয়া দূর্গাপূজা উৎসব নিরাপদ ও শান্তিপূর্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।
দূর্গোৎসবে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহন বিষয়ে পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া নিউজ’র সাথে একান্ত সাক্ষাতকারে এ কথা বলেছেন তিনি।
ওসি মুনীর বলেন- ‘এ উপজেলার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। আমরা সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। বিগত দিনের মতো এবারো শারদীয় দূর্গা উৎসব নির্বিঘ্নে বাস্তবায়নের লক্ষ্যে কলারোয়া উপজেলা প্রশাসনের পাশাপাশি থানা পুলিশ সব ধরণের ব্যবস্থা গ্রহন করেছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন- ‘উপজেলার প্রত্যেকটি পূজা মন্ডপে পুলিশের পোশাক পরিহিতি ও সাদা পোশাকে বিশেষ নজরদারি থাকছে। নিরাপত্তার জন্য সার্বক্ষনিক টহল অব্যাহত থাকবে। এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আনসার, গ্রামপুলিশ, পূজামন্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকছে।’
থানা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা বলেন- ‘পূজার সময় কোনো প্রকার শব্দবাজি বা আতশবাজি ব্যবহার করা যাবে না।’
সম্প্রীতি বজায় রাখার স্বার্থে কলারোয়া নিউজ’কে ওসি মুনীর আরো বলেন- ‘গান বাজনা পূজার একটি অংশ। প্রতিটি মন্ডপে গান বাজনা বাজানো যাবে তবে আজান ও নামাজের সময় সেগুলো বন্ধ রাখতে হবে।’
আবেগী উত্যক্তকারীদের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে তিনি জানান- ‘পূজা দেখতে আসা মহিলাদের কেউ যদি উত্যক্ত করে কিংবা মেয়ে বা মহিলারা যদি ইভটিজিং-এর শিকার হন তবে অভিযুক্তদের তাৎক্ষনিক আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।’
সম্প্রীতি ও নিরাপত্তার স্বার্থে সকলের প্রতি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহবান জানিয়েছেন ওসি মুনীর-উল-গীয়াস।
তিনি সকলের সহযোগিতাও কামনা করেন।
এদিকে, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায় কলারোয়া নিউজ’কে জানান- ‘আগামি ৪অক্টোবর ৬ষ্ঠী পূজার মধ্য দিয়ে দূর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়ে ৮অক্টোবর ১০মীতে বিসর্জনের মধ্য দিয়ে এটা শেষ হবে।
এবার উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সর্বমোট ৪৩টি মন্ডপে দূর্গাপূজার আয়োজন করা হচ্ছে। এরমধ্যে সর্বোচ্চ পৌরসভায় ৮টি ও জয়নগর ইউনিয়নে ৮টি মন্ডপে পূজা আয়োজনের প্রস্তুতি শেষের দিকে।’
কলারোয়া নিউজ‘কে দেয়া ওসি’র ভিডিও সাক্ষাৎকার দেখুন নিচের লিংকে:
ভিডিওতে দেখুন। কলারোয়া নিউজ’র সাথে একান্ত সাক্ষাতকার ওসি মুনীর-উল-গীয়াস। কলারোয়ায় আসন্ন দূর্গোৎসবে সম্প্রীতি বজায় রাখার আহবান ওসি মুনীরের।মিলন দত্তের ভিডিও চিত্র।
Posted by Kalaroa News on Monday, September 16, 2019
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন