রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় ওপেন হাউস ডে’তে এসপি মোস্তাফিজুর রহমান

‘পুলিশের পাশাপাশি জনগণের সচেতনতা-ই পারে শান্তি-শৃঙ্খলা সমুন্নত রাখতে’

সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) বলেছেন- ‘মাদক, সন্ত্রাস, জঙ্গী, বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশ সর্বদা সোচ্চার। পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা পারে এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা সমুন্নত রাখতে।’

বুধবার বিকেলে কলারোয়া থানা চত্বরে আয়োজিত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাদক কারবারীদের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে জেলা পুলিশের শীর্ষ এ কর্ণধর আরো বলেন- ‘আমরা সকলের বিষয়ে খোঁজখবর রাখছি। পেছনে মাদকের সাথে সংশ্লিষ্ট থাকবেন আর সামনে উচ্চস্বরে নীতির কথা বলবেন- এমনটা করলেও কোন ছাড় নেই।’

এসপি মোস্তাফিজুর বলেন- ‘গুটি কয়েক মাদক কারবারীর কারণে হাজারো মাদকসেবী তৈরি হচ্ছে। সেই গুটি কয়েক মাদকসেবীদের নিয়ন্ত্রণ করা কার্যত সহজ। সতর্ক করে দিচ্ছি, কায়িক পরিশ্রম করে জীবনযাপন করুন। এমনকি পুলিশের কোন সদস্য মাদকে জড়িয়ে পড়লেও কোন ছাড় নেই। তদন্তসাপেক্ষে তাকে অব্যহতি দেয়া হবে।’

সন্ত্রাস বিষয়ে তিনি বলেন- ‘যিনি যতই ক্ষমতাবান হোন না কেন, সন্ত্রাসী কার্যকলাপ করলে রেহাই নেই।’

উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে একজন জনতার প্রশ্নের উত্তরে এসপি বলেন- ‘অল্প বয়সী যুবকরা অতি দ্রুতগতিতে মোটরসাইকেল চালালে হয়তো একসময় তাদের ধীরগতির হুইল চেয়ার সঙ্গী হবে।’

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন- ‘বয়স এভিডেভিট করে বাল্যবিয়ের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের গ্রেফতার করা হবে।’

এসময় তিনি উপস্থিত জনতার খোলামেলা আলোচনা, অভিযোগ, পরামর্শ শুনেন এবং সমাধানে তাৎক্ষনিক নির্দেশনা প্রদান করেন।

স্থানীয় সাধারণ জনতা, শিক্ষক, শিক্ষার্থী, স্কাউটস, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।

‘পুলিশ-ই জনতা, জনতা-ই পুলিশ’; ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’- স্লোগানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ্উদ্দিন, সাবেক সংসদ সদস্য বিএম নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ আমজাদ হোসেন, কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী সাহাজাদা ও শাহানাজ নাজনীন খুকু, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, সিনিয়র সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক সরদার জিল্লুর, শফিকুর রহমান, দেবাশীষ চক্রবর্তী বাবু, আদিত্য বিশ্বাস, রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সিনিয়র সহ.সভাপতি জাকির হোসেন, আসাদুজ্জামান ফারুকী, সাংবাদিক দীপক শেঠ, জুলফিকারুজ্জামান জিল্লু, পৌরসভা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, শেখ আমানুল্লাহ কলেজের অধ্যাপক আবুল খায়ের, শিক্ষক হুমায়ুন কবির, সেচ্ছাসেবক সংস্থার সদস্য শাহিনুর রহমান অপু, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম.এ ফারুক, উপজেলা ওয়ার্কাসপার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক স.ম মোরশেদ আলীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও নানান শ্রেণি পেশার মানুষ।

দু’পর্বের অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা ও থানার পরিদর্শক (তদন্ত ওসি) রাজিব হোসেন।

এর আগে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান থানা চত্বরে পৌছুলে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

উল্লেখ্য, সাতক্ষীরা জেলায় যোগদানের পর এটাই মোস্তাফিজুর রহমানের প্রথম কলারোয়ায় আনুষ্ঠানিক আগমন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা