রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারে প্রশাসনিক নির্দেশের কোনো রকম তোয়াক্কা না করে অবৈধভাবে মার্কেট নির্মাণ কাজ করে চলেছে

নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভ্রাম্যমান আদালতের অভিযানে উচ্ছেদ অতঃপর কিছু দিন অতিবাহিত হতে না হতেই আবার ভ্রাম্যমান আদালতের নির্দেশ অমান্য করে পুনরায় নির্মাণ কাজ চলছে বলে অভিযোগ উঠেছে ।

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের মাংস পট্টি ও আনসার ক্লাবের পশ্চিম পার্শের খাস জমিতে।
সরেজমিনে দেখা গেছে, বালিয়াডাঙ্গা বাজারের মাংস পট্টি ও আনসার ক্লাবের পশ্চিম পাশের খাস জমিতে ৫-৬ টি দোকানের পজিশন নিয়ে প্রশাসনিক নির্দেশের কোনো রকম তোয়াক্কা না করে অবৈধভাবে বহুতল মার্কেট নির্মাণ কাজ করে চলেছে একই বাজারের মুদি দোকানদার ও কাকডাঙ্গা গ্রামের ফজলুল হকের পুত্র সফিকুল ইসলাম ওরফে সফি (৩৯)

অনুসন্ধানে জানা গেছে, গত ২৭ জুন বৃহস্পতিবার রাত থেকে বালিয়াডাঙ্গা বাজারে মাংস পট্টির সন্নিকটে ৫-৬ টি দোকানের পজিশন নিয়ে অবৈধভাবে কলম পিলার সহকারে ৪ তলা ভিত্তি করে নির্মাণ কাজ শুরু করলে স্থানীয় সচেতন জনতা বিষয়টি কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহ নেওয়াজকে জানান এবং তিনি তাৎক্ষণিক ভাবে গ্রাম পুলিশ মারফত কাজ বন্ধের নির্দেশ দিলেও এ নির্দেশের কোন তোয়াক্কা করেনি নব্য ভূমি দস্যু সফিকুল ইসলাম সফি।

অতঃপর গত ৩০ জুন রবিবার দুপুর ২ টার দিকে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আর এম সেলিম শাহ নেওয়াজের নির্দেশে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আক্তার হোসেন। এ সময় তিনি ভূমিদস্যু সফিকুল ইসলাম সফিকে (৩৯)কে নগদ পাঁচ শত টাকা জরিমানা ও তিন দিনের কারাদণ্ড প্রদান করেন এবং এই অবৈধ নির্মাণ কাজ আবার শুরু করা হলে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুশিয়ারী প্রদান করেন।

এর পর কিছু দিন কাজ বন্ধ রেখে বিভিন্ন প্রভাবশালী মহলে লক্ষ টাকার লবিং শুরু করে এবং গত ১৯ জুলাই বৃহস্পতিবার রাত থেকে অদ্যাবধি পর্যন্ত সপ্তাহের ছুটির দিন গুলোতেই গভীর রাতে ম্যাজিস্ট্রেটের নির্দেশ নির্দেশ অমান্য করে পুরোদস্তুর স্বাধীনভাবে অবৈধ এই ননির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
এর পর গত ২৮ জুলাই বিষয়টি আবারও কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহ নেওয়াজ’কে জানানো হলে তিনি পুনরায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করার আশ্বাস প্রদান করেন।অতঃপর গত ২৮ ও ২৯ জুলাই পাঠক প্রিয় অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া নিউজ, দৈনিক পত্রদূত সহ অনলাইন, আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করা হলেও বর্তমান অবধি কলারোয়া উপজেলা প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলার বালিয়াডাঙ্গা বাজারের মাংস পট্টির সন্নিকটে ৬ নং সোনাবাড়ীয়া ইউনিয়নের কাপড় ব্যবসায়ী ইয়াকুব আলীর নিকট থেকে প্রায় ৬ লক্ষ টাকার বিনিময়ে অবৈধভাবে কোনো রকম কেনাবেচার অযোগ্য ওই খাস জমি ক্রয় করে কোনো বরাদ্দ ছাড়াই এবং নিয়ম বহির্ভূত ভাবে জবর দখল করে ৫-৬ টি দোকানের নির্মাণ কাজ শুরু এবং তার পশ্চিম পাশে থাকা প্রায় ২.৫ শতক খাস জমি ও কৌশলগত ভাবে দখলের ও চেষ্টা চালাচ্ছে এই সফি।

নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের একজন দোকানদার জানান, আমরা যতটা জানি একজন দোকানদার ১টির বেশি দোকান বরাদ্দ পাবে না। সফি দীর্ঘদিন ধরে একটি দোকানের ভোগ দখল করে আসছে। তার পরও সে লক্ষ লক্ষ টাকা বিভিন্ন মহলে লবিং করে অবৈধভাবে আবারও দোকান নির্মাণ কাজ করে চলেছে।

অনুসন্ধানে আরোও জানা গেছে, এই ভূমি দস্যু সফি হঠাৎই আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার মতো কোটি টাকার মালিক হয়ে যায়। তার এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে আসা কর্তব্যরত ম্যজিস্ট্রেটের সাথে ও অশোভনীয় আচরণ করে। এমনকি যারা তার প্রতিবাদ করছে তাদেরকে ই সে টাকার বিনিময়ে মুখ বন্ধ রাখতে চায়। কথা না শুনলে হুমকি ধামকি তো আছেই।
কিছুদিন আগে তার আরেক ভাই বাজারের মুদি দোকানদার মনিরুল ইসলাম ওরফে ফেন্সি মনি ১০ বোতল ফেনসিডিলসহ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি কতৃক আটক হওয়ার ঘটনায় স্পষ্ট প্রতীয়মান হয় যে তারা পারিবারিক ভাবে কতটুকু অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত।

নব্য দুঃসাহসী ভূমি দস্যু সফির কালো থাবা থেকে বালিয়াডাঙ্গা বাজারকে মুক্ত করে বাজারের প্রাণচাঞ্চল্য পুনরোদ্ধারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা