বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ার দেয়াড়ায় জোর পূর্বক ঘের দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কলারোয়ার দেয়াড়ায় জোর পূর্বক ঘের দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে রিপোটার্স ক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের কৃষক আবু বাক্কার সানা।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন- দেয়াড়া গ্রামের ১১৬ জন কৃষকের ২৬০ বিঘা জমি ইং ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যান্ত জোর করে অবৈধ ক্ষমতার দাপটে দেয়াড়া গ্রামের মো: লুৎফর রহমান সানার ছেলে দেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বহু অপকর্মের হোতা মাষ্টার আকতারুজ্জামান (আকতার) মাছ চাষ করে আসছে। বিঘা প্রতি জমির শ্রেণী ভেদে ১০ হাজার টাকা থেকে ২ হাজার টাকা নির্ধারন করে বর্তমান চেয়ারম্যান মাহবুবর রহমান মফে একটি সমঝোতা করে দেন কৃষকদের সাথে ঘের মালিক বর্তমান ৮ নং ওয়ার্ডের ইউ.পি মেম্বর তোজাম্মেল হোসেনের সাথে। কিন্তু কিছু দিন যেতে না যেতেই কৌশলে এই ঘেরের দখল নেন দূর্নীতীবাজ এই শিক্ষক আকতার। যিনি প্রতিনিয়ত স্কুল ফাঁকি দিয়ে সকল সময় ঘেরের কাজ এবং কলারোয়া বাজারে অবস্থিত টি.ভি.এস শোরুমের কাজ পরিচালনা করে থাকেন অফিসের কিছু বড় কর্তাদের ম্যানেজ করে।
এ বিষয়ে স্কুলের অভিভাবকরা বহু বার শিক্ষা অফিসে অভিযোগ দিলেও অদৃশ্য কারনে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হয়না বলে তিনি অভিযোগ করেন।

তিনি তার লিখিত বক্তব্যে আরও বলেন- দীর্ঘ ৩ বছর জমির মালিকদের টাকা না দেওয়ায় জমির মালিক গণ চেয়ারম্যানের কাছে শরনাপন্ন হলে চেয়ারম্যান যার জমি তার ফসল করার অনুমতি দিলে কৃষকরা যে যার মত করে ফসল করা শুরু করেগত কয়েকদিন আগে ভারী বর্ষনে কৃষকদের পাট ক্ষেত পানিতে তলিয়ে গেলে কৃষকরা পানির ড্রেন ছেড়ে দেয়। এই খবর শুনে মাষ্টার আকতার জমির মালিকদেরকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে বলে এক এক জনের নামে ১০ টি করে মামলা দিয়ে ঘর ছাড়া করে ছাড়ব? দেখি ঠেকায় তোদের কোন বাপ। এই বলে কলারোয়া থানায় এসে গ্রামের নিরীহ কৃষকদের নামে ক্ষমতার প্রভাব খাটিয়ে একটি সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে গ্রামের সাধারন খেটে খাওয়া মানুষের হয়রানি করছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি কান্না জড়িত কন্ঠে বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপোতাক্ষ খনন করেছে কৃষকের মুখে হাঁসি ফোঁটানোর জন্য আর আমরা সেই জমিতে ফসল করেছি বলে আমাদের আজ জেলে যেতে হচ্ছে আমরা প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি যেন অতি শিঘ্রই এই ঘটনার সুষ্ট তদন্ত করে শিক্ষক নামের দূর্নীতিবাজ আকতারকে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভুক্তভোগী কৃষক আ:আজিজ সানা, আ:সবুর সানা, নুরুল ইসলাম সানা, মাও: আ: হক, আ: ওয়াদুদ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা